আমরা প্রায় সবাই জানি - TopicsExpress



          

আমরা প্রায় সবাই জানি ১৪০০ বছর পূর্বে আমাদের প্রিয় নবী রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন আমরা যেন পানি বসে পান করি !! সেই থেকে আমরা আমাদের ইমানের জোরে পানি বসে খেয়ে আসতেছি তার পিছের কারনটা না জেনেও কারন আমাদের ইমান বলে ইসলামের কোন কথা মিথ্যা বা ক্ষতিকর হতে পারে না !!এখন আমি এটা আমার নৈতিক দায়িত্ব মনে করি, আমি যা জানি তা আপনাদেরকেও জানানো, যাতে করে আমরা যে জিনিস গুলো না দেখে না জেনে বিশ্বাস করে আসতেছি সেই বিশ্বাসকে আরো একটু শক্তিশালী করা এবং আমাদের আমলও বৃদ্ধি করার জন্য উৎসাহিত করা : ১ যখন আমরা দাঁড়িয়ে পানি পান করি এটি সরাসরি নিচে প্রবাহিত এবং oesophageal sphincter ( LES ) নামে পরিচিত পেটের উপরের শেষ অংশে আঘাত করে । oesophageal sphincter ( LES ) খাদ্যনালী থেকে খাবার এবং পানি পেটে প্রবেশ করায় । এটি যদি দীর্ঘ সময়ের জন্য চর্চা করা হয় ,তবে oesophageal sphincter ( LES ) এর নমনীয়তা কমে দুর্বল হয়ে যায় । এছাড়াও এটা গ্যাস্ট্রিক ulcers এর ঝুঁকি বাড়ায় বলে মনে করা হয় । ২ যখন আমরা দাড়িয়ে থাকি তখন আমাদের শরীরের সহানুভূতিশীল সিস্টেম গুলো সক্রিয় হয় । এটি শরীরের ‘fight and flight system’ নামে পরিচিত । এই প্রক্রিয়া ক্রমাগতভাবে শরীরের সব পেশী নিয়ে কাজ করে শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য এবং যখন আমরা কোথাও বসি তখন“fight and flight system”টা শান্ত হয় এবং parasympathetic সিস্টেম কার্জকর হয় যেটা “rest and digest system”নামে ও পরিচিত এই প্রক্রিয়া স্নায়ু গুলোকে শান্ত করে এবং অন্তর্মুখী পানি বা খাদ্যের জন্য পাচনতন্ত্রকে প্রস্তুত করে । ৩ দাড়িয়ে পানি পান করলে joint spaces এর তরল সহ শরীরের অন্যান্য তরলের ভারসাম্য বাধাগ্রস্ত করে এবং joint spaces এ বাড়তি তরল জমে যেটা বাতের ব্যথা হিসাবে পরিচিত । ৪ মানব শরীরের একটি পেশীবহুল নেটওয়ার্ক ফিল্টার (sfringer) আছে. যেটি খোলে এবং বন্ধ হয়ে যায় । আমরা পানি পান করলে তা কিডনি পরিস্রাবণের মধ্যে সরবরাহ করা হয়। এই পরিস্রাবণ খোলে যখন আমরা বসি এবং যখন আমরা দাঁড়াই তা বন্ধ হয়ে যায়। তাই যখন আমরা দাড়িয়ে পানি পান করি তা পরিস্রাবণ ছাড়াই সরাসরি থলিতে চলে যায় আর এই অপরিস্রাবণ বা Bila disaluran পরিস্থিতিতে কিডনি রোগ বেশি হয় বিপরীতদিকে পানি বসে পান করলে ফিল্টার খোলা থকবে এবং তা অন্যান্য অঙ্গ বিতরণের পূর্বে তা ফিল্টার করবে এবং তা থলিতে পাঠাবে এবং শীঘ্রই আপনার তৃষ্ণা ভালভাবেই দূর হবে ***আর এই ভাবেই আপনার জ্ঞান যত বৃদ্ধি পাবে ইসলাম তত সচ্ছ হবে আপনার কাছে। আর আপনার জ্ঞান যদি নাও থাকে তবে আপনার ইমানই পারে আপনাকে সঠিক পথের নির্দেশনা দিতে পারে !! আপনার ইমান আমল ঠিক না থাকলে আপনি ঐসব লোকের দলে অন্তর্ভূক্ত হবেন যারা ইসলামকে ভূল প্রমানিত করতে গিয়ে নিজেরাই কালের বিবর্তনে ভুলের সাগরে ডুবে গিয়েছে !! ইসলামের কোন কিছু নিয়ে সন্দেহ করার পূর্বে নিজের জ্ঞনের সীমা নিয়ে চিন্তা করুন !! তাই বলি ইসলাম যা বলে তা কোন সন্দেহ ছাড়া মেনে চলুন!! সময়ই আপনাকে বিজয়ীর হিসাবে বরন করে নিবে আর নির্বোদরা এখন যেভাবে চেচামেচি করে তখন আবার আরেকটা নতুন ইসু নিয়ে চেচামেচি করার চেষ্টা করবে কারন এ টাই তাদের কাজ!!!!!! Russel Assad
Posted on: Sun, 14 Sep 2014 17:25:42 +0000

Recently Viewed Topics




© 2015