আমরা প্রতিদিন ঘুম থেকে - TopicsExpress



          

আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি – আমাদের কর্মক্ষেত্র/শিক্ষা প্রতিষ্ঠানে যাই – দারুণ বিরক্তি নিয়ে! কারণ শেষ পর্যন্ত আমরা প্রায় সবাই এমন কাজটিই করি – যেটার ব্যাপারে আমরা প্যাশনেট না! যেই কাজটি আমরা ভালোবাসি না! তাই আমাদের কাজে যেতে ইচ্ছে করে না, কাজ করতে গিয়ে আমরা ক্লান্ত হই – আমরা ভালো কিছু করতে পারি না! কাজের প্রতি প্যাশন থাকলেই কেবল ভালো কিছু করা সম্ভব। এবং সে ক্ষেত্রে আমাদের শুনতে হবে নিজেদের ভেতরের স্বরকেই! আমার আমিকেই! আমিই জানি কেবল – আমি কী চাই! “Being the richest man in the cemetery doesn’t matter to me … Going to bed at night saying we’ve done something wonderful… that’s what matters to me.” অর্থের পেছনে না- ছুটতে হবে প্যাশনের পেছনে!
Posted on: Tue, 19 Nov 2013 19:15:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015