আমরা বাংলাদেশী - TopicsExpress



          

আমরা বাংলাদেশী ১০০%।আমাদের রয়েছে কিছু স্বতত্র বৈশিষ্ট্য ,যার গুনে আমরা সর্বত্র পরিচিত । কিছু বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো । ১. আমরা ৪০০০ হাজার টাকার দূর্নীতি মেনে নিতে পারি,৪টাকার জন্য বাস কন্ডেকটার পিটাই । ২. আমরা ছেলেরা অনেক মেয়ের সত্বিত্ত নষ্ট করি,আর বিয়ের সময় সতী মেয়ে চাই । ৩. আমরা মেয়েরা ছেলেদের টাকা দেখে বিয়ে করি,তার পর বলি ও আমার মন বোঝে না । ৪. আমরা ছেলের বাবা হলে যৌতুক আবশ্যক । ৫. আর মেয়ের বাবা হলে ছেলের বাবা যৌতুক চাইলে,সে পাষন্ড । ৬. আমরা অন্যের মা বোনকে নিয়ে আজেবাজে কথা বললে its ok .আর কেউ আমাদের মা বোনকে নিয়ে কিছু বললে রক্ত গরম । ৭. নিজের মেয়েকে রাজকন্যার মত পালন করি ,আর যৌতুকের কারনে অপরের মেয়ের গায়ে আগুন দিতে হাত কাপেঁ না । ৮. কোন মেয়ে পেটের দায়ে শরীর বেচলে পতিতা,আর মডেল হতে শরীর দিলে সেলিব্রেটি । ৯. আমরা মেয়েরা ইচ্ছা করে অনেক ছেলের জীবন নষ্ট করি,আর কোন মেয়ে আমার ভাইয়ের জীবন নষ্ট করলে আর তাতে নিজ পরিবারে র্দূযোগ এলে আমরাই গালি দেই । ১০. টাকা থাকলেই গাদা গাদা শিক্ষক দিয়ে বাচ্চার HW টাও করাই শিক্ষককে দিয়ে,তার পর বলি বাচ্চার basic হচ্ছে না । ১১. কেউ সামনে পিস্তল ঠেকিয়ে টাকা নিলে মাস্তান,আর সই করে নিলে স্যার । ১২. সব সময় চাই আমাদের সন্তান আমাদের সম্মান করুক,আর তার সামনেই নিজের বাবা মাকে অসম্মান করি । ১৩. অনন্ত জলিলের ভুল ইংরেজি নিয়ে sts এ fb ভরিয়ে ফেলি.কিন্তু হিন্দি ছবির আগ্রাসন নিয়ে চুপ । ১৪. বাচ্চাদের উপদেশ দেই বড়দের সম্মান করবে,আর তার সামনে বাবার বয়সি রিক্সওয়ালাকে থাপ্পর দেই । ১৫. আমরা মুসলমান,মদ হারাম মানি,সিগারেট খেয়ে মসজিদে যাই । আমরা কবে ঠিক হব ?.
Posted on: Sun, 24 Aug 2014 00:55:47 +0000

Trending Topics



urday-November-23-2013-St-topic-571132119627091">5th Annual Share and Care Day - Saturday, November 23, 2013, St.
GRUPO DE CHICOS ANONIMO MENDOZA, SAN LUIS, Y CORDOBA (HOMBRE,
A big shout to Save the Pickfair Studios for sharing information
YTZ7S AGM Maintenance Free Battery LOW PRICE YTZ7S AGM

Recently Viewed Topics




© 2015