আমরা যদি গত প্রায় একশ - TopicsExpress



          

আমরা যদি গত প্রায় একশ বছরে তৃতীয় বিশ্বে, বিশেষ করে মুসলিম অধ্যুষিত দেশগুলোতে তথাকথিত আলোকিত ঈউরোপ-যুক্ত্ররাষ্ট্রের চরম সবার্থপর দ্বিচারী নীতিকে হিসেবে নেই, মোসাদ্দেঘ-নাসের-সুকর্ণ-শেখ মুজিব-তাজুদ্দিন-তারাকি-অক্লান প্রমুখের প্রতি তাদের চরম শত্রুতামূলক ব্যবহারকে মনে রাখি, ইসরাইল-সৌদি আরব-জর্ডান প্রভৃতি চরম প্রতিক্রিয়াশীল রাষ্ট্রের প্রতি তাদের শর্তহীন আনুগত্যকে বিবেচনায় নেই, WARSAW ভেঙে দেওয়ার পরও NATO ঠিকিয়ে রাখার যৌক্তিকতাকে প্রশ্ন করি, প্রতিটি ধর্মের মত ইসলাম ধর্মের নানান ধরনের প্রবণতাকে খেয়াল রাখি – তা হলে কেবল মাত্র ধর্মে, বিশেষ করে ইসলাম ধর্মের মধ্যে জঙ্গীবাদের মূল বা একমাত্র কারণ অনুসন্ধান করতে যাব না। যদি তা সত্ত্বেও প্রয়াস পাই, তাহলে তাকে বিজ্ঞান সম্মত দৃষ্টিভঙ্গী বলা যায় না। বরং তাতে মনে হতে পারে, আমরা সাম্রাজ্যবাদের বুদ্ধিবৃত্তিক ফাঁদে পা দিয়েছি। vigilantcitizen/vigilantreport/isis-cia-creation-justify-war-abroad-repression-home/
Posted on: Sun, 16 Nov 2014 13:23:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015