আমরা সব সুন্নী - TopicsExpress



          

আমরা সব সুন্নী মুসলমান ঐশী ঐশী অনেক চিল্লাইছেন, এবার ঐশীরে বাদ দিয়া আপনার আশে পাশের রিমি, ঝিমি, কিমি , অর্ক, মর্ক, ঝকের্র দিকে তাকান । ঐশী যা করছে তা অনেক বাড়াবাড়ি, কিন্তু ক্লাস ৬ বা ৭ এর ছেলে মেয়েকে োবাইল দেওয়াটাকে এখন অনেকই বাড়াবাড়ি ভাবেনা । টিউশনি করতে গিয়ে কমকিছু তো দেখলাম না ।ক্লাস ৫ এর মেয়েরাও ভ্রু প্লাগ করে মায়ের সাথে! সানি লিওন জামা কিনে।বন্ধু বান্ধব অগনিত, কারন বন্ধু ছাড়া চলে ? ক্লাস ৮ বা ৯ এ প্রেম করলে খারাপ মনে হয়না? আমাদের বন্ধুদের বাবা মার সাথেও আমাদের বাবা মার কথাহয়, আর এখনকার এসব ছেলে মেয়েদের ব্যক্তিগত জীবন আছেনা ? রাতে বন্ধুর বাসায় থাকবো, এ কথা বাবা মাকে বলার সাহস ও থাকতো না, আর এখন ছেলে মেয়েদের অনুমতি লাগে নাকি ? ইন্টার পর্যন্ত মা কলেজ যেতেন, কখনো মনে হতো না স্বাধীনতা নষ্ হচ্ছে, আর এখন, আমাকে কি তুমি বড় হতে দিবে না ? অতিরিক্ত ব্যক্তি স্বাধীনতা ঠিক না, শাসন দরকার। আর বাবা মা বাবা মাই, এতটা বন্ধু স্বলুভ হওয়া কি ঠিক যে ভয়টা পাবে না, গালি দিবে ? কোন কিছু একদিনে ঘটেনা, ঐশীর মাধ্যমে একটা সামাজিক অবস্থা আমাদের সামনে আসলো আর কিছুইনা । আপনার বাসার ভাইবোনদের দিকে একটু তাকান।...
Posted on: Tue, 20 Aug 2013 08:03:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015