আমরা সবসময় আমাদের relatives, - TopicsExpress



          

আমরা সবসময় আমাদের relatives, আশ-পাশে যারা থাকে, তাদেরকে well-wisher হিসেবে জানি...... কিন্তু যখন তারা দেখে আপনি তাদেরকে ছাড়িয়ে যাবেন, যাচ্ছেন তখন তারা আপনাকে টেনে ধরার চেষ্টা করবে ... নানা ভাবে discourage করবে ... আমার বড় ভাই যখন CA, CMA করতে চাচ্ছে কেউ তাকে encourage করেনি ... যে যেভাবে পারে টেনে ধরার চেষ্টা করেছে... মা ই হচ্ছে একমাত্র দিশারী ছিল সবসময় আলো দেখানোর, পথ দেখানোর, encourage করার...... বাবা দেশের বাইরে থাকাতে তিনি এসব নিয়ে কখনো মাথা ঘামাতেন না। গতকাল বড় ভাই যখন CMA complete লকরল সেটা আমি মনে করি তাদের জন্য একটা বড় slape ছিল ...... যারা এসব করেছে তারা সবাই eminent businessman, banker, service holder........ আমাদের গ্রামে বড় ভাই ই প্রথম CMA holder..............পুরো উপজেলাতে হয়ত হাতে গুনা কয়েকজন থাকতে পারে......... (ICMAB এর তথ্য অনুসারে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত CMA pass করেছে এমন সংখ্যা ১৩০০ এর কাছাকাছি) ...... সব মিলে খুব ভাল লাগে যখন পিছনের দিকে থাকাই.............................. এন্ড All credit goes to my MOM............. যে তার মায়ার আঁচলে অমূল্য মমতাই ছায়া হয়ে প্রতিটা মুহূর্তে আমাদের সাথে আছেন আর উৎসাহ দিয়ে যাচ্ছেন।
Posted on: Thu, 13 Mar 2014 02:29:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015