আমলান্ত্রিক জটিলতা - TopicsExpress



          

আমলান্ত্রিক জটিলতা মুক্ত হতে পারেনি বাফুফে ফুটবল একাডেমি। এর ফলে বেশ কয়েকবার কার্যক্রম শুরুর ঘোষণা দিলেও বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডেভেলপমেন্ট কমিটি। সর্বশেষ অক্টোবরে সিলেটের বিকেএসপিতে একাডেমি কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছিল কমিটি। কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না! তবে একাডেমির জন্য অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক ফুটবলার বাছাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। ২০১২ সালে অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৮ বছর বয়সী ফুটবলার বাছাই করা হলেও সিলেট বিকেএসপির অবকাঠামো সমস্যায় তাদের একাডেমিতে তুলতে পারেনি ডেভেলপমেন্ট কমিটি। অথচ সরকারের কাছ থেকে ৫ বছরের জন্য সিলেট বিকেএসপি বরাদ্দ পেলেও ২ বছর শেষ হবে ডিসেম্বরে। অক্টোবরে একাডেমির কার্যক্রম শুরু করতে নতুন করে সারা দেশে অনূর্ধ্ব-১৩ বয়সভিত্তিক ফুটবলার বাছাই করছে ডেভেলপমেন্ট কমিটি। প্রথম দফায় ৬৪টি জেলায় উন্মুক্ত ট্রায়ালে ৫ জন করে ৩০২ জনকে বাছাই করে ছিলেন বাফুফের ১৮ কোচ। দ্বিতীয় পর্যায়ে ৬ বিভাগ ও ঢাকাকে দুটি অংশে বিভক্ত করে ৮টি জোন করা হয়েছে। এখন আঞ্চলিক পর্যায়ে বাছাই চলছে। খুলনা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রংপুরে বাছাই শুরু হয়েছে। রাজশাহীর বাছাই হবে জেলা স্টেডিয়ামে। তবে ঢাকার ভেন্যু দুটি চূড়ান্ত হয়নি। এর ফলে ৩ ভেন্যুর বাছাই প্রক্রিয়া শুরুর সূচিও চূড়ান্ত হয়নি। দ্বিতীয় পর্যায়ে ৩০২-এর মধ্যে ৩০ থেকে ৪০ জনকে অনূর্ধ্ব-১৩ ফুটবলার বাছাই করে একাডেমিতে ভর্তি করা হবে_ জানান ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি বাদল রায়। অবকাঠামোর কাজ প্রায় শেষ, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কার্যক্রম শুরুর জোরালো সম্ভাবনা রয়েছে। জোনাল পর্যায়ের ট্রায়াল পাঁচ দিন। মূলত শারীরিক সক্ষমতা, ব্যক্তিগত দক্ষতা, শক্তি, সামর্থ্য, ফুটবল সম্পর্কে সাধারণ জ্ঞান, আচরণ দেখা হচ্ছে_ জানান বাছাই কার্যক্রমের প্রধান সমন্বয়ক জ্যেষ্ঠ কোচ কাজী আলতাফ-উল হক। অনূর্ধ্ব-১৮ বছর বয়সী ফুটবলার বাছাইয়ে পাইওনিয়ার লিগ কমিটির দেয়া ২২০ জনকে ট্রায়ালে ডেকেছেন বাফুফে কোচরা। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ট্রায়ালের প্রথম দিন বেছে নেয়া হয় ৫৮ জন। আজ আবার ট্রায়াল হবে। এরপর একাডেমির জন্য চূড়ান্ত বাছাই করা হবে বলে জানান আলতাফ।
Posted on: Mon, 27 Oct 2014 03:08:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015