আম্মিজান ! আম্মিজান! -- - TopicsExpress



          

আম্মিজান ! আম্মিজান! -- কিরে? কি হয়েছে? ইয়ে মানে একটা কথা বলতাম ...।। -- তো বলে ফেল! এরকম মোচড়ামুচড়ি করছিস কেন? কিভাবে বলি? আমার খুব লজ্জা লাগে ! -- ওরে আমার লজ্জার ডিপো রে! এতো ঢঙ না করে কি বলবি বলে ফেল তো। ইয়ে মানে ......ইয়ে মানে ......ইয়ে মানে ...... রিমা খালামনি কে আমার পছন্দ! -- ভালো তো। ভাগ্নে তো খালামনি কে পছন্দ করবেই। খুবই স্বাভাবিক ঘটনা। এতে এইরকম গাল টাল লাল হয়ে টমেটোর মতো করে ফেলছিস কেন ?! না না! সেই ধরনের পছন্দ না তো ! -- তো কোন ধরনের পছন্দ? আমি রিমা খালামনি কে বিয়ে করবো! ! -- কি বললি! হম। রিমা খালামনি ছাড়া ইদানিং আমার কিচ্ছু ভালো লাগেনা। কাজকর্ম ,পড়াশোনা ,ফেসবুক -অনলাইন ,আড্ডা -গল্প কিছুই ভালোই লাগেনা! সারাক্ষণ তার কথাই হৃদয়ে বাজে! -- কিন্তু রিমা তো আমাদের কে আপা - ভাইয়া বলে ডাকে .......তাকে কিভাবে বউমা বানাই? অসুবিধা কি আমার সাথে বিয়ে হলে তখন ভাইয়া -আপু না ডেকে আব্বু -আম্মু বলে ডাকবে! তাছাড়া বেশ দূরের লতায় পাতায় খালা। এতে ধর্মের ও কোন বিধি নিষেধ নেই। ১০০% হালাল! ! -- ও আচ্ছা তুই তো আবার ছোটখাটো মাওলানা ,বুজুর্গ ব্যাক্তি! কথায় কথায় হাদিস শোনাস। তাই বলে খালা - ভাগ্নে? অসুবিধা কি? সে তো ছোট মানুষ। মাত্র ইন্টার্নশিপ করছে। খুবই ভালো -নম্র ভদ্র মেয়ে। যখন আমার মনটা খারাপ থাকে ,কিচ্ছু ভালো লাগেনা সিনড্রোমে আক্রান্ত হয়ে বিমর্ষ হয়ে যাই ....বেঁচে থাকাটা অর্থহীন মনে হয় ,তার মুখ টা মনে করলেই সব খারাপ লাগা কেটে যায়! ! -- ওরে বাবা ,সাহিত্য ও তো কিছু কিছু করতে পারিস দেখছি। কিন্তু এই ব্যাপারে তার কি মত? ? সে বলেছে ,অসুবিধা নেই ভাগ্নে ,এগিয়ে যাও। আমি আছি তোমার সাথে! ! হইছে হইছে এবার বক্তৃতা বন্ধ কর্। আমরা নিজেরাও কিছুদিন ধরে এটা ভাবছিলাম। -- তাই! !? হম। যা শাড়ি -গয়না নিয়ে আয়। আর অন্তত রোযার মাস টা ধৈর্য্য ধর্। পাগল হইসে না! খুব কাছের একজনের জীবনের ঘটনা লিখলাম। আজব না? Life itself is a surprise package! It tends to surprise you continously. How surprising is that!
Posted on: Wed, 23 Jul 2014 16:17:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015