আম্মুর সাথে সকালে - TopicsExpress



          

আম্মুর সাথে সকালে বিটিভিতে দেখলাম সিনেমা শঙ্খনীল কারাগার। এত সুন্দর! এত সুন্দর সিনেমাটার সমস্ত কিছু! আগে দেখেছি। তবে শুধুই দেখার জন্য, কিন্তু আজ সমস্ত সময়টাই অসাধারণ উপলব্ধি আর ভালোলাগায় আচ্ছন্ন হয়ে ছিলাম। কয়েকটা কথা এত বেশি করে মনে গেঁথে গেছে! বসে বসে আবার ইউটিউবেও রিভিশন দিলাম। নেট ঘেঁটে উপন্যাসটাও পড়েছি, তবে এর চেয়ে সিনেমার ভালো লাগার পরিমাণ ছিল হাজারগুণে বেশি! এত সুন্দর গল্প- অভিনয়- সংলাপ! সত্যিই মুগ্ধ আমি! সারাদিনই ডুবে আছি ওতে... ^_^ মানুষের জীবন এমন কেন? রাবেয়ার মতই ভাবছি, অল্প কটা দিন আমরা বাঁচি, কী বিপুল আয়োজন এই অল্প কটা দিনের জন্য! কেউ ইচ্ছে হলে দেখতে পারেন/ পারো/ পারিসঃ ইউটিউবে মুভি লিঙ্কঃ youtube/watch?v=0jVpnY-Yac4 অনলাইনে বইয়ের লিঙ্কঃ banglapapers/shankhoneel_karagar_by_humayun_ahmed.pdf
Posted on: Thu, 25 Dec 2014 19:02:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015