আর একটি verdict এর অপেক্ষায় - TopicsExpress



          

আর একটি verdict এর অপেক্ষায় বাংলাদেশ--মানবতাবিরোধী অভিযোগে অভিযুক্ত এবং সন্দেহাতীত ভাবে প্রমানিত আসামী সাঈদীর বিচারের রায় আজ-তার ঘূন্যতম অপরাধের সাজা মূত্যুদন্ড ছাড়া আর কিছুই আশা করে না জাতি.. যাদের অন্তর তার জন্য অশ্রুশিক্ত হচ্ছে তাদের প্রতি অনুরোধ--এক বার স্মরন করুন সেইসব অসহায়, নিরাপরাধ নারী,পুরুষ, শীশুদের কথা-যারা তার নূশংসতার শীকার হয়েছিলো-অন্তরে মানবতা জাগ্রত করুন--মানবতা বিরোধীর বিরুদ্ধে সোচ্চার হন--- ফাসী,ফাসী,ফাসী---একমাত্র পরিনাম---
Posted on: Wed, 17 Sep 2014 03:32:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015