আরো কিছু কথা - TopicsExpress



          

আরো কিছু কথা আমাদের জোনাকির মতো রয়ে যায় প্রকৃতির গোপন ভাঁড়ারে বৃষ্টির ফোঁটার মতো ঘাসে বারে বারে তারা ফিরে আসে আমরা তো থাকব না কেউ মানুষের চির স্বপ্নে তবু তুমি,রয়ে যাবে সোনা সেই সব ভুলের মাধুরী আর হারানো ঠিকানা চুরি করে হানা দেবে একাকী বিষাদ কবে কোন বনপথে হঠাত লাফিয়ে পড়েছিল বাঘিনী ও চাঁদ এক ঝাঁক অবৈধ বৃষ্টির চুমু দুর্লভ দুপুরে থাক তারা থাক ক্রমশই সুন্দর রহস্যময় হতে থাক তারা কেবল তাদের জন্য ভালোবেসে দুঃখ পায় যারা কবি বাসুদেব দেবের মতই ভালবেসে দুঃখ পেতে যারা আসে তাদের টুকরো টুকরো কিছু অকিঞ্চিৎকর তবু অনিভান আলোর সরণী জ্বেলে রাখা একঝাক লেখা নিয়ে এলো জোনাকিমেলা ব্লগ । বাসুদেবের , তাঁর উত্তরসুরী সুপর্ণা ও বেছে নিলেন বাবার পথ, তাই তাঁর এই অনবদ্য লেখা গুলি প্রথম প্রকাশিত হোল ব্যক্তিগত ব্লগে । jonakimela.blogspot.in/2014/06/about-my-blog-cluster-of-fire-flies_25.html
Posted on: Sat, 26 Jul 2014 09:39:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015