আর কতো মানুষ তীব্র কষ্টে - TopicsExpress



          

আর কতো মানুষ তীব্র কষ্টে পাড়ি দেবে ‘মায়ান’দের পথ ধরে? আর কতো শিশু কান্নার ধাঁধায় পড়বে? আর কতো পরিবার হারিয়ে যাবে শূন্যতায়? আর কতো বৃদ্ধ দাদীরা স্বর্গীয় আত্মায় পরিনত হবেন? আর কতো মানুষের রুটি জুটবে না? আর কতো খালারা দিশেহারা ছুটাছুটি করবে? আর কতো বোনের খুলি মাটিতে লুটাবে? আর কতো বৃদ্ধ দাদার আওয়াজ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে? আর কতো পিতা দুঃখের বিলাপ করবে? আর কতো ছেলে নিরাশ্রয় হবে? আর কতো সন্তান অনাহারে থাকবে? আর কতো চাচা অসুস্থ পা বয়ে বেড়াবে? লক্ষ শিশুর কান্না। লক্ষ মায়ের অশ্রু ভেজা চোখ। লক্ষ ভাইয়ের কষ্টের হাহাকার। লক্ষ সন্তানের অজানার পথে চলা। অ্যালেন গিন্সবার্গ রচিত বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ এর অনুবাদ থেকে কয়েকলাইন।
Posted on: Mon, 30 Sep 2013 06:49:20 +0000

Trending Topics



:30px;">
14K White Gold Blue Sapphire Diamond Engagement Ring With Wedding
Ugh! FOXNews at it again. Mozilla CEO fired for opposing gay
Post at least a 200 word response to the following discussion
Today, Used Car Central had the pleasure of helping an anonymous

Recently Viewed Topics




© 2015