আল-কুরান পড়ুন, নিজে - TopicsExpress



          

আল-কুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান - ০৩ আল কোরআন ৫৯:২১ আমি যদি এ কোরআন পাহাড়ের উপর নাযিল করতাম তাহলে তুমি দেখতে সেটা আল্লাহর ভয়ে বিনীত ও খণ্ডিত-বিখণ্ডিত হয়ে গেছে। বোঝা গেল আল-কুরান পাহাড়ের উপরও নাযিল হইতে পারে! এমন মজার চুটকি আল-কুরান ছাড়া আর কৈ পাইবেন? আল-কুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান। আল কোরআন ১৬:৬৮,৬৯ আপনার রব মৌমাছিকে আদেশ দিয়েছেন যে,মৌচাক বানিয়ে নাও পাহাড়ে, বৃক্ষে এবং মানুষের গৃহে; তারপর খেয়ে নাও প্রত্যেক ফল থেকে এবং চল স্বীয় রবের সহজ সরল পথে। তার পেট থেকে বের হয় নানা রঙের পানীয়, যাতে রয়েছে মানুষের জন্য রোগের প্রতিকার। মৌমাছি যে ফল খায় না, মধু খায় - এটা আল্লা বোধ করি জানতেন না। আর মধু বাস্তবেই কি কোন রোগের প্রতিকার বা ওষুধ? মোটেও না। এটা শক্তিদায়ক একটা পানীয় ছাড়া কিছুই নয়। মধু নানা রঙের পানীয় হবে কেন? মধুর তো একটাই রং। এমন উজবুক কথা আল-কুরান ছাড়া আর কৈ পাইবেন? আল-কুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান। আল কোরআন ৬:৪২,৪৩ আমি তো আপনার পূর্ববর্তী উম্মতদের কাছেও রাসুল পাঠিয়েছি, তারপর তাদের পাকড়াও করেছিলাম অভাব-অনটন ও রোগ-ব্যাধি দিয়ে যেন তারা কাকুতি-মিনতি করে। তারপর যখন তাদের উপর আমার শাস্তি আপতিত হল তখন তারা কেন কাকুতি-মিনতি করল না? আল্লার দুঃখ তার বান্দারা তার কাছে কেন কাকুতি-মিনতি করল না? সে জন্যই তো তিনি তাদের শাস্তি দিলেন! আল্লা কত্তো ফানি তাই দেখুন! এমন মজার চুটকি আল-কুরান ছাড়া আর কৈ পাইবেন? আল-কুরান পড়ুন, নিজে হাসুন, অন্যদেরও হাসান।
Posted on: Wed, 13 Nov 2013 13:49:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015