▓▒░░আল কুরআনের আলো░░▒▓ - TopicsExpress



          

▓▒░░আল কুরআনের আলো░░▒▓ তিনি মুমিনদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করেছেন, পৃথিবীর যাবতীয় সম্পদ ব্যয় করলেও তুমি তাদের হৃদয়ে প্রীতি স্থাপন করতে পারতে না। কিন্তু আল্লাহ তাদের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। নিশ্চয়ই তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে নবী! তোমার জন্য ও তোমার অনুসারী বিশ্বাসীগণের জন্য আল্লাহই যথেষ্ট। -আল আনফাল (আয়াত-৬৩-৬৪)। আগের আয়াতের ধারাবাহিকতায় এই আয়াতেও নবী করিম (সা.)এর প্রতি আল্লাহর বিশেষ রহমত ও সাহায্যের দিকেই ইঙ্গিত করা হয়েছে। রাসুলে খোদা (সা.)কে উদ্দেশ্য করে বলা হয়েছে, মুসলমানদের এই বিশাল জামাত যারা আজ তোমার সাথে রয়েছে, ইসলাম গ্রহণের আগে এরা একে অপরের প্রতি এত বেশি বিদ্বেষী ও হিংসা প্রবণ ছিল যে, তুমি যদি দুনিয়ার সমস্ত সম্পদও ব্যয় করতে তাহলেও তাদের মধ্যকার বৈরী সম্পর্কের অবসান করতে পারতে না। কিন্তু মহান আল্লাহ ইসলামের ছায়াতলে তাদের মধ্যকার শত্রুতাকে প্রীতি ও বন্ধুত্বে পরিণত করেছেন, তাদেরকে তোমার অনুগত করেছেন। কাজেই হে পয়গম্বর! তুমি শত্রুদের ছলচাতুরী বা প্রতারণার ব্যাপারে চিন্তিত হবে না। আল্লাহ এবং মুমিনরা সম্মিলিতভাবে তোমার পাশে রয়েছেন। এই আয়াত থেকে আমরা এটা বুঝে নিতে পারি যে, মহান আল্লাহ ইমানের ছায়ায় মুমিনদেরকে প্রীতির বন্ধনে আবদ্ধ করেন এবং তাদের মন থেকে বিদ্বেষ ও হিংসা দূর করে দেন। তাই ভালোবাসা ও প্রীতির সম্পর্ক এবং ঐক্য এসবই মহান সৃষ্টিকর্তা আল্লাহর দান। এটা মুমিনদেরই বৈশিষ্ট্য।
Posted on: Wed, 24 Sep 2014 23:30:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015