আলীগ সভাপতিকে জুতার - TopicsExpress



          

আলীগ সভাপতিকে জুতার মালা, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ: কিন্তু ছেড়ে দিল পুলিশ! কালের কণ্ঠ: নারীকে ফাঁদে ফেলে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক ইউপি সদস্যকে ধরে গণপিটুনির পর পুলিশে দিয়েছে জনতা। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকা এই জনপ্রতিনিধিকে পরে অবশ্য পুলিশ ছেড়ে দেয়। তাঁর নাম শাহজাহান সোহেল। তিনি মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সদস্য। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমপুর গ্রামে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় জনতা শাহজাহানকে ধরে ফেলে। পরে গণপিটুনি দিয়ে জুতার মালা পরিয়ে জোরারগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না পাওয়ায় রাতেই তাঁকে ছেড়ে দেয় পুলিশ। এ প্রসঙ্গে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী কালের কণ্ঠকে বলেন, শুক্রবার রাতে জনতা শাহজাহানকে ধরে থানায় নিয়ে আসে। তাঁর সঙ্গে যে নারীর অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠেছে তাঁকে না পাওয়ায় অভিযোগটি প্রমাণিত হয়নি। তাই তাঁকে ছেড়ে দিয়েছি। তবে অনুরূপ আরেকটি ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে থানায় মামলা থাকার কথা স্বীকার করে ওসি বলেন, ওই মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানিয়েছেন, হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সদস্য হওয়ার সুবাদে শাহজাহান বিভিন্ন সময়ে এলাকার বেশ কয়েকজন অসহায় নারীকে ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। এ রকম একাধিক ঘটনায় রাতের অন্ধকারে জনতার হাতে ধরাও পড়েন তিনি। সর্বশেষ গত শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে গ্রামের একটি বাড়িতে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় লোকজন তাঁকে ধরে ফেলেন। খোঁজ নিয়ে জানা যায়, ২০১২ সালের জুন মাসে জোরারগঞ্জ ইউনিয়নের তাজপুর গ্রামে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয়রা শাহজাহানকে ধরে পিটুনি দেয়। পরে মিরসরাই থানা পুলিশে সোপর্দ করলে পুলিশ তাঁকে জেল হাজতে পাঠায়। আদালত থেকে জামিনে বেরিয়ে এসে দুই দিনের মাথায় বারইয়াহাট পৌরসভার একটি ভাড়া বাসায় এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন তিনি। তবে উপস্থিত লোকজনের সামনে ওই নারীকে বিয়ে করে রক্ষা পান। ২০১৪ সালের জানুয়ারি মাসেও উপজেলার ওচমানপুর ইউনিয়নের একটি গ্রামে এমন আরেকটি ঘটনার জন্ম দেন তিনি। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যান শাহজাহান। - See more at: kalerkantho. com/print-edition/2nd-rajdhani/ 2015/01/25/179480#sthash.b8 ByEK4S.dpuf Just now · Public
Posted on: Mon, 26 Jan 2015 06:31:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015