আলজেরিয়ান ফুটবল দল - TopicsExpress



          

আলজেরিয়ান ফুটবল দল বিশ্বকাপ থেকে পাওয়া তাদের প্রাইজমানির পুরোটাই প্যালেস্টাইনের গাজা উপত্যকার মানুষদের জন্য দান করতে যাচ্ছে। আলজেরিয়ার স্ট্রাইকার সিলিমানি বিষয়টি নিশ্চিত করেছেন। খবরটা ভীষণ মর্মস্পর্শী! এই রমজান মাসে ফিলিস্তিনের জনগণের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় একটি উপহার। প্রায় ৯ মিলিয়ন ইউএস ডলার। বাংলা টাকা করলে দাঁড়ায় প্রায় ৭১ কোটি ১০ লাখ টাকা! আলজেরিয়া এমন কোন ধনী রাষ্ট্র নয় যে এই পরিমাণ টাকা খেলোয়াড়দের জন্য তেমন কিছু না নিঃসন্দেহে। এই ঘটনা মুসলিম ভ্রাতৃত্ববোধের অনন্য একটি নিদর্শন হয়ে রইলো। আমরা জানি জার্মান ফুটবল দলের দুই প্রাণ ভোমরা মুসলমান। মেসুট ওজিল আর সামি খিদিরা। ফ্রান্স দলেও আছেন একজন, করিম বেনজেমা। ফ্রান্স দলের সর্বকালের সেরা ফুটবলারটিও ছিলেন একজন আলজেরিয়ান মুসলমান। জিনোদাইন জিদান। জানি না এরা কোনদিন নিজেদের ছাড়া অন্য কারো কথা ভেবেছিলেন কিনা। কিন্তু আমরা মুসলমানরা সবাই যদি আলজেরিয়ান ফুটবলারদের মত একে অপরের পাশে এসে দাঁড়াতে পারতাম তবে মিয়ানমার, ভারত, ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তানে কোনদিন এত অত্যাচার হতে পারত না। পরম করুণাময় আলজেরিয়ান ভাইদের এই দান কবুল করে তাঁদের দুনিয়ায় ও আখিরাতে এর অসীম প্রতিদান দিন। independent.co.uk/sport/football/worldcup/algeria-to-donate-9m-world-cup-prize-money-to-people-of-gaza-because-they-need-it-more-than-us-9581338.html
Posted on: Fri, 04 Jul 2014 18:41:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015