আলতা রাঙ্গা পা আবার - TopicsExpress



          

আলতা রাঙ্গা পা আবার নূপুর পড়েছে !! Bangla Music Arabi Dance 2014 এই পতে যখনই আমি যাই মাজে মাজে একটা মেয়ে দেকতে পাই আলতা রাঙ্গা পাই আবার নুপুর পরেচে বুরকা পড়া মেয়ে পাগল করেচে একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে চোকেতে চশমা হাতে কাঁচেরও চুড়ি বয়সটা অনুমানে উনিশ কি কুড়ি চশমা খুইল্যা যকন একটু আমার দিকে চায় ফুরুৎ কইরা পরান পাকি শূন্যে উইড়া যায় একন বুজি মজনু কেন লাইলির জন্য মরেচে বুরকা পড়া মেয়ে পাগল করেচে একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে ছট্টু একটা নল দিয়া খায় যখন জুশ খুদার কসম তকন আমার তাকে না যে হুশ জুশের পেকেট ফেলে দিয়ে আবার জকন হাটে জানি না তার কেমুন লাগে আমার বুকটা ফাটে গাড়িতে নয় বাড়িতে নয় মানে আগুন ধরেচে বুরকা পড়া মেয়ে পাগল করেচে একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে হাটতে হাটতে এসে দাড়াই রাস্তারো মোড়ে রিশকাতে চড়িয়া আবার কিচুখন গুড়ে বুক পকেটে রাকে যখন মুবাইল টেলিফন বাকুম বাকুম করে তখন আমার অবুজ মন নতুন গাছে ফুল ফুটিয়া বাগান আমার বরেচে বুরকা পড়া মেয়ে পাগল করেচে একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে এই পতে যখনই আমি যাই মাজে মাজে একটা মেয়ে দেকতে পাই আলতা রাঙ্গা পাই আবার নুপুর পরেচে বুরকা পড়া মেয়ে পাগল করেচে একটা বুরকা পড়া মেয়ে পাগল করেচে Copy by - LoVe 2 RuBa
Posted on: Fri, 01 Aug 2014 13:46:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015