আল্লাহ ফেরেশতাদের কে - TopicsExpress



          

আল্লাহ ফেরেশতাদের কে বিবেক দিয়েছেন; কু-প্রবৃত্তি দেন নি । পশুদেরকে কু-প্রবৃত্তি দিয়েছেন; বিবেক দেন নি । আর মানুষকে কু-প্রবৃত্তি ও বিবেক উভয়টি দিয়েছেন । সুতরাং মানুষের বিবেক যখন কু-প্রবৃত্তির উপর প্রাধান্য পায় তখন সে ফেরেশতাদের সমপর্যায়ে পৌঁছে যায় । আর যখন তার কু-প্রবৃত্তি বিবেকের উপর প্রাধান্য পায় তখন সে পশুর স্তরে নেমে যায়। --- আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) ________________________________ কয়েকটি দরকারী ট্রপিক ।পেজটিতে যোগ দিনঃ • ইসলামের তরবারীঃ যুক্তি ও বুদ্ধির তরবারী . . • মন গলানো ইসলামিক ঘটনা . . • বোখারী এবং তিরমীযী শরীফ . . • ইসলামঃ যার কোন বিকল্প নেই . . • Zakir naik সময়ের সেরা ইসলামিক স্কলার . . • •• পাঁচ মিশালী | Assorted ••
Posted on: Sat, 23 Nov 2013 15:46:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015