আল্লাহ ভাবি জানেন,,,আমার - TopicsExpress



          

NRK

আল্লাহ ভাবি জানেন,,,আমার বাপের বাড়িতেতো appl lptp,,appl mbl,,smsng এইসব এর টাল,,,,,,আমার ভাই এর ছেলে মেয়েদের তো প্রত্যের একটা করে i-phn5 আর samsng glx আর apl lptp r i-pot@ আমার বাচ্ছাটা এগুলো দেখেতো ও আমার কাছে এগুলো চায়!! তাই ওর বাবা এবার "ডুবাই" থেকে আসার সময় ওর জন্য ই-পড নিয়ে আসছে।আআমার জন্য 3 টা মোবাইল আনসে তাও অনেক দামি।।আর আমার ছেলে তো সব চালাতে পারে,,,,বাবা আন্টিকে পিক দেখাওতো!! এতক্ষণ ছাদের দরজায় বসে মুল্যবান কথাগুল মনোযোগ দিয়া শুন ছিলাম । আমার মা কে দেখি অবাক হয়ে শুনছে সব,, এতক্ষণ যেসব বলসে উনি তেমন কিছু অনুধাবন করতে পারেনি। একটু পর আওয়াজ শুন তে পেলাম,, " কুত্তি আমার গায়ে হাত দিছস কেনো,,,লাত্তি দিবো"।হ্যাহ্যাহ্যা ওই মহিলার ছেলে মহিলাকে বলছে!! এবার আমি উঠে গিয়ে দাড়ালাম,,এখন আমাকে দেখা মাত্র বলল,,,,পিংকি আমাকে একটা মেইল টা ঠিক করে দিও,,আমি পারি কিন্তু এখন এক্তু ঝামেলায় আছিতো!! আমি বললাম ঠিক আছে দেখি@ মহিলা আবার বলে আমি বাংলাদেশ থেকে কিছু কিনি না,,এখানের ভালো কিছু তো পাওয়া জায় না!!আমাদের সবকিছু লন্ডন,অস্ট্রেলিয়া থেকে করি,,,,আমি নিজেও অস্ট্রেলিয়া থেকে আসছি,,,ছেলেকেও পাঠাই দিবো ভাবছি, এই দেশে তো ভালো স্কুল কলেজ নাই।। এবার আমি বললাম ,,,স্রেয়ান কি অ আ/ A,B,C পারে, ,,ওর তো 6 বছর হলো বোধ হয়,,,তখন তিনি বললেন না পারেনা,,,কিছুতেই পড়তে বসে না।এখনো কিছু শিখাতে পারিনি,,,পুড়তেই চায়না,, ছেলেতো!! আমি মুছকি হেসে তাকিয়ে তাকিলাম,,,এবার ছেলেটা হাত থেকে আই-পট টা ছুড়ে ফেলে মা ক এসে এক থাপ্পর,,,থন কয়েকটা থাপ্পর,,,তুই আমার বদনাম করছিস পিংকির কাছে,,এই বলে র একটা লাত্তি।। তখন ই আমার মোবাইলটা বেজে উঠায় আমি সরে গেলাম!! আর মনে মনে বললাম,, আল্লাহ কি বলে ধন্যবাদ দিই যে আমাকে এমন পরিবারে পাঠাও নিই।।চাওয়া মাত্রমুঠ ভরা টাকা হয়ত পাইনি,,, বাকি সব দেওয়ার চেষ্টা করে গেছে বাবা-মা।
Posted on: Wed, 02 Oct 2013 15:45:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015