আল্লাহর আইন কানুন বাদ - TopicsExpress



          

আল্লাহর আইন কানুন বাদ দিয়া গনতন্ত্র নিলো তারা কাফের নাতো কি? (মায়েদা 44 ;45;47) 150 কোটিরও বেশি সারা দুনিয়াময় মোসলেম সংখ্যা তবুও মার খায় কেন অন্যজাতির ? কেন খায় তার জবাব হলো এরা এক হতে পারেনা/ফতোয়া,দলাদলি, ফেরকা, মাযহাব, সিয়া, সুন্নি) আরো সমস্যা কোথায়? সমস্যা এরা কালেমা বিশাস করে লেকিন কলেমার হুকুম প্রতিষ্ঠা করতে নারাজ। তাই এরা এসলাম থেকে বহু আগেই বেরিয়ে কাফের, মোশরেক হয়ে বসে আছে।আবার কত নামদারী আছে এসলামিক গনতন্ত্র এর মাধ্যমে এসলাম প্রতিষ্ঠা করবে। কি সুন্দর চমতকার নাম দিয়েছে শিরকের সাথে তাইনা?"এসলামিক গনতন্ত্র " কি গোজামিল তাইনা? এরা বতমানে আল্লাহর বিধান বাদ দিয়া ইহুদী-খ্রিস্টান এর আইন বিধান দিয়া বিচার করে যাহা করিলে ও উহা মানিয়া লইয়া হাজার এবাদত করিলেও কাফের হইয়া মরিতে হইবে,জাহাতে পরকালে জাহান্নাম ছাড়া আর কিছুই মিলিবেনা। হাজার সওয়াব অইদিন ধোলায় হাওয়ায় যাইবে। আর হা করে কপাল চাপ্টাতে হইবে। (সন্দেহ হইলে আয়াতদয় পড়িয়া লইবেন সুরা আল মায়েদা 44;45;47) Example নমুনা অফ কাফের, BD সহ অন্যান্য মোসলেম নামদারী আল্লাহর আইন বাদে মানুষের বানানো গনতন্ত্র, ইত্যাদি তন্ত্রমন্ত্র মেনে নিয়েছে তারাও মহা নামদারী হয়েও কাফের!!!!!!!!!!!!!!!!!কাফের!!!!!!কাফের!!! >>>মুসলিম জনসংখ্যাঃ 1.আফগানিস্তান 100%2.আলবেনিয়া 75% 3.আলজেরিয়া 99%4.Angola 25%5.আর্জেন্টিনা 2% 6.অস্ট্রেলিয়া 2.09%7.আজারবাইজান 93%8.Bahrin 100% 9.বাংলাদেশ 85%10.ভুটান 5%11.ব্রাজিল 0.6% 12.মায়ানমার 10%13.কানাডা ২ 1.48%14.Cntral Africn rpblc 55%15.11% চীন16.মিশর 94% 17.Ethopia 65%18.ফিজি 11%19.ফ্রান্স 7% 20.জর্জিয়া 11%21.Germeny 3.4%22.গ্রীস 1.5% 23.গিনি 95%24.গিয়ানা 15%25.Hongkong 1% 26.ভারত 24%27.ইন্দোনেশিয়া95%28.ইরান 99% 29.ইরাক 97%30.Isreal 14%31.ইতালি 1% 32.জাপান 1%33.Jordan 95%34.কেনিয়া 30% 35.কুয়েতে 89%36.লেবানান 70%37.লিবিয়া 100% 38.মালদ্বীপ 100%39.Malasiya 52% 40.মরিশাস 19.5% 41.99% মায়োট42.নাইজেরিয়া 75%43.ওমান 100%44.পাকিস্তান 97% 45.Phillipines 14% 46.কাতার 100%47.রোমানিয়া 20% 48.রাশিয়া 18%49.সৌদি আরব 100%50.সিঙ্গাপুর 17% 51.সোমালিয়া 100%52.শ্রীলঙ্কা 9%53.সুদান 85% 54.সিরিয়া 90%55.Tazakistan 85%56.তাঞ্জানিয়া 65% 57.Thiland 14%58.টিউনিস্ 98%59.তুরস্ক 99,8% 60.সংযুক্ত আরব আমিরাত 96%61.যুক্তরাজ্য 2.5%62.মার্কিন 3.75% 63.Uzbekistan 88% ::নেট থেকে নেয়া হয়েছে তথ্যগুলো-
Posted on: Sat, 17 Aug 2013 07:34:30 +0000

Recently Viewed Topics




© 2015