আল্লাহ্ র নিদর্শন এই সেই - TopicsExpress



          

আল্লাহ্ র নিদর্শন এই সেই পাথর । যে পাথর টা শৃন্যে ভাসে,,,, আপনারা আনেকেই এই ছোবি টা দেখেছেন,,, কিন্তু এর ইতিহাস জানেন কি,,, বিভিন্ন সূত্রে (Islamic Research Foundation Blog সহ) জানা গেছে, এটি এমন এক পাথর যেটি শূন্যে ভাসে ।অবিশ্বাস্য হলেও সত্য । অতি প্রাচীন এই পাথরটি অবস্থিত সৌদিআরবের Al-Hassa গ্রামে। জানা যায় ,এই পাথরটি বছরের নির্দিষ্ট সময়ে মাটি থেকে ১১ সে:মি: শূন্যে ভেসে থাকে। ১৯৮৯ সালে একজন একজন মুজাহিদকে নিষ্ঠুরভাবে পাথরের উপর গুলি করে মারা হয় । সেই ঘটনাটি ছিল এপ্রিল মাসের। এরপর থেকেই প্রতি বছর এপ্রিল মাসের নির্দিষ্ট এই দিনে পাথরটি আধা ঘণ্টা মাটির উপর ভাসমান হয়ে থাকে। সবচেয়ে অবাক করা বিষয় হল,যখন পাথর শূন্যে ভাসে তখন পাথরটিতে লেগে থাকা রক্ত তাজা/ভেজা দেখা যায় এবং উজ্জ্বল হয়ে গাঢ় বর্ণ ধারণ করে। স্হানীয়রা পাথরে লেগে থাকা এই রক্ত মোছার অনেক চেষ্টা করেছে কিন্তু পরবর্তীতে আবারও পাথরের গায়ে রক্ত দেখা যায়। সকলকে জানার সুজক করে দিন,,, ভাললাগলে like দিন । কিছু বলতে চাইলে command দিন । ,,,নষ্ট মাটি,,,
Posted on: Sat, 13 Dec 2014 06:27:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015