আসলে ওরা ফেরাউন এর জাতী - TopicsExpress



          

আসলে ওরা ফেরাউন এর জাতী তো, তাই ভালো কোন কিছুই তাদের ভালো লাগেনা। ফেরাউনের মতো কেউ যদি সব সময় দৌড়ের উপর রেখে শাষন করে তবে সেই তাদের চোখে যোগ্য নেতা। যেমন কুকুর, তেমন মুগুর কথাটা বোধহয় ওদের থেকেই এসেছে। পিছনে ফেরাউনের বিশাল সৈন্য বাহিনী তাদের নিশ্চিহ্ন করতে আসছে, আর সামনে নীল নদ। বাচাঁর কোন রাস্তা নেই। আল্লাহর ইশারায় মুসা (আঃ) তার ব্যবহৃত লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন, একটি রাস্তা হলো। কিন্তু মৃত্যু অনিবার্য দেখেও একেক জন একেক ধরনের ঘো ধরলো, "মুচির পোলা, ধুতির পোলা, রাখাল এই রাস্তা দিয়ে যাবে? নাহ আমরা যাবো নাহ, আমাদের জন্য আলাদা রাস্তা করুন। করলো আলাদা রাস্তা। আরেক পার্টি ঘো ধরলো, নিম্ন বিত্তের লোকেরা এই রাস্তা দিয়ে যাবে?? নাহ যাবোনা আমরা এই রাস্তা দিয়ে, আমাদের জন্য আলাদা রাস্তা করুন। করলো লাট সাহেবদের জন্য আলাদা রাস্তা। এমনি ঘো ধরতে ধরতে শেষ মেষ ১২ টা রাস্তা করতে হয়েছিলো। তারপর তাদের জন্য জান্নাতী খাবারের ব্যবস্থা করা হলো, কিন্তু আবার তারা ঘো ধরলো যে, নাহ, জান্নাতী খাবার ভালো লাগেনা!!!!! আমরা কাজ করে খাবো!!!!! এই হলো মিশরের অতীত ইতিহাস। গোড়া থেকেই যে জাতি এমন অসভ্য তাদের ভালো জিনিস সহ্য হবে কি করে। তাল গোল একটা পাকাতেই হবে। কথায় বলে যে কুত্তার পেটে নাকি ঘি হযম হয়না। মুরশিকে জেলে দেওয়া হলো ফিলিস্তিনের জিহাদী সংগঠন হামাসের সাথে সংশ্লিষ্টতায়!!!! অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে মিশর কি ইসরায়েল এর অঙ্গ রাষ্ট্র??? আগেই বলেছি, ফেরাউনের বংশধর বলে কথা!! দেশটা নামে মিশর, কার্যত বর্তমান সরকার ইসরায়েল এর দালাল। আমেরিকা যার বন্ধু, তার আর শত্রুর প্রয়োজন পড়েনা। একাই বাশঁ চাঙ্গে তুলে দেয়।
Posted on: Sat, 27 Jul 2013 08:37:56 +0000

Trending Topics



ments-in-this-article-interesting-topic-649823471754821">I find the opposition comments in this article interesting.
So my Internet has been off since i got home Friday afternoon. I

Recently Viewed Topics




© 2015