আসলে কি বাংলাদেশে Satellite Internet - TopicsExpress



          

আসলে কি বাংলাদেশে Satellite Internet চলবে? উত্তর এক কথায় না,না না বাংলাদেশের ইন্টারনেট এর গতির কথা আমরা সকলেই জানি, এটা নিয়ে সকলের মাথা ব্যাথা থাকলেও এটা নিয়ে আলোচনা করলাম না, কিন্তু, অনেক অসাধু ব্লগার রা আমাদের এই স্বল্প ইন্টারনেট এর গতির কারণে কিছু মুখোরোচক পোস্ট লিখে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে, আরও মনে করিয়ে দিই Satellite Internet এ কখনোই 10MB/s গতি পাওয়া সম্ভব নয়, সয়ং যারা Satellite Internet প্রোভাইড করে তারাও 512KB/s এর উপরে গতি দিতে পারেন না, সুতরাং 10MB/s কাকতালীয় ব্যাপার। এখন দেখে নিন কেন Satellite Internet চলবে না, প্রথম কারণ হল — বাংলাদেশে কোন স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইডার নেই। আর ২য় কারণ হল যে সব কথিত ব্লগার রা লিখে থাকেন Satellite Internet চালানোর জন্য যে উপকরণ গুলোর কথা উল্লেখ করেন যেমনঃ ক্যাবল মডেম, ইথারনেট কনভার্টার, HD রিসিভার এগুলো দিয়ে কখন ও ইন্টারনেট চালানো সম্ভব নয়, এগুলো দিয়ে শুধুমাত্র HDTV(American so you’ll get it in america) এর ইন্টারনেট চলবে আর এই HDTV এর মাদার কোম্পানি Wildblue আর এই wildblue এর কোন সার্ভিস বাংলাদেশে উপলব্ধ নয়। এগুলো দিয়ে ইন্টারনেট চালানোর জন্য বাংলাদেশে কোন Satellite Internet প্রোভাইডার নেই, বাংলাদেশে Satellite Internet প্রোভাইডার থাকলে তখন এগুলো দিয়ে ইন্টারনেট চালানো সম্ভব হত। অনেকেই বলতে পারেন ইউটিবে ভিডিও দেখেছি Satellite Internet চালানোর জন্য, তাদের উদ্দেশ্যে বলি ইউটিবে যে ভিডিও দেখেছেন সে গুলোতে MOCA Adaptar দিয়ে ইন্টারনেট চালাচ্ছে, আর MOCA Adapter দিয়ে ইন্টারনেট প্রোভাইড করে শুধু মাত্র Wildblue. আর একটা কথা বাংলাদেশে Satellite Internet চলানোর জন্য VSAT মডেম দিয়ে চালানো সম্ভব, তবে এখানে আর একটা কথা VSAT মডেম এর দাম প্রায় ২৬০০০০ টাকা এবং এটা বাংলাদেশের ISP (gp, banglalink etc) এরাই লাইসেন্স প্রাপ্ত ব্যবহার কারী, আপনি আমি যদি ব্যবহার করতে চাই তাহলে এটা অবৈধ সুতরাং সবাই সাবধান থাকুন.
Posted on: Fri, 23 Jan 2015 09:56:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015