আসল মধুঃ :P :P :P :P ডব্লিউ - TopicsExpress



          

আসল মধুঃ :P :P :P :P ডব্লিউ নিউটন এবং মুররে এর Lonely Planet থেকে প্রকাশ হওয়া বাংলাদেশ নামক ভ্রমন কাহিনীতে এদেশের মধু নিয়ে বিশদ বর্নণা দিয়েছেন।এদেশের মধুর ৯০ ভাগ আসে সুন্দরবন থেকে।সাতক্ষীরার গরু গোয়ালিনী নামক স্থানে এই মধুর বাজার বসে।এই মধুর ৯০% কিনে নেয় এদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানী গুলো।বাকী ১০ ভাগ মধু লোকাল ব্যাবসায়ীরা লিকুইড গ্লুকোজ মিশিয়ে জালিয়াতি শুরু করেন।এতে মধুর ঘনত্ব আর ওজন বেড়ে যায়।তার পর অই ভেজাল মধু চলে যায় দেশের আনাচে কানাচে।ওই বইয়ে বিশুদ্ধ মধু চেনার উপায়ও বলা আছে।এক টুকরা পাতলা তুলার মধ্যে ভালো করে মধু মিশান।তারপর আগুনের উপর ধরুন।যদি তা সেকেন্ডের মধ্যেই পুড়ে যায়, তাহলে বুঝবেন মধু খাটি।যদি লেট হয় একটু, বুঝবেন ভেজাল আছে এই মধুতে। পর্যটকরা ভ্রমনের পাশাপাশি বাংলা চুরির কুড়িটা বাজিয়েছেন..… লুল
Posted on: Tue, 15 Oct 2013 03:26:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015