আসল রোনালদো : আমার - TopicsExpress



          

আসল রোনালদো : আমার ধারনা মেসি এবারো এটা(ব্যালন ডি অর) জিততে যাচ্ছে।তার ইন্জুরি তেমন সিরিয়াস না।আমি আশা করি সে দ্রুত ফিরে আসবে। কেউ একটাও কথা বলবেন না,উনি লিজেন্ড মানুষ।কিন্তু আজকে আমার সত্যি মনে হচ্ছে উনি উনার রোনালদো নামটা নিয়ে সত্যি টেনশনে আছেন। নকল রোনালদো যেভাবে খেলতেছে তাতে কিছুদিন পরে রোনালদো বলতে যে শুধু ক্রিশ্চিয়ানো রোনালদোকেই বুঝাবে এটা হয়তো তিনি আশন্কা করছেন,তাই নকল রোনালদোকে মেসির মাধ্যমে আড়াল করতে চাইছেন।ধন্যবাদ,আপনার প্রতি রেসপেক্ট আরো বাইড়া গেলো। কেউ ল্যাদাইতে আসবেন না,ছাগল পালার ইচ্ছা বা শখ কোনোটাই নাই আমার।
Posted on: Wed, 04 Dec 2013 05:10:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015