ইংরেজি শেখাটা জরুরি- এ - TopicsExpress



          

ইংরেজি শেখাটা জরুরি- এ কথা সবাই মানেন। ঘরে বসেই অনলাইনে শিখে ফেলতে পারেন ইংরেজি। নোটঃ -- যদি কোন বন্ধুর এত বড় পোস্ট পড়ার ধর্য্য না থাকে অথাবা ব্যস্ততার জন্য পড়তে না পারেন ... তাহলে শেয়ার করে আপনার ফেইসবুক টাইমলাইনে পোস্টের লিংক সেইভ রাখুন সময় পেলে একটু একটু করে পড়ে নিবেন ...কারন এখানের কিছু কথা বা শিক্ষা আপনার লাইফে অবশ্যই কাজে লাগবে ...। ‘শিক্ষার্থীদের শেখার জায়গা যদি হয় ক্লাসরুম, তাহলে পেশাজীবী কিংবা ব্যবসায়ীদের শেখার জায়গা কোথায়?’ উত্তরে অনলাইনের কথাই আসবে আগে। অনলাইনে শিক্ষামূলক অনেক বিষয় থাকে। ইংরেজি শেখারও সুযোগ আছে। পেশাজীবী কিংবা ব্যবসায়ীরাই শুধু নয়, শিক্ষার্থীরাও এর সুফল পাবেন। ব্যাকরণ, উচ্চারণ রীতি, কথোপকথন, ভোকাবুলারি, ফোনেটিক্স, বেসিক ইংলিশ, বিজনেস ইংলিশ, আইইএলটিএস, টোফেল, ইএসএল, ইএসওএল, ইএফএল, ইএসপি দিয়ে সমৃদ্ধ অনলাইনের ইংরেজি জগৎ। তা ছাড়া ইংরেজি ভাষা শেখার সহায়ক ই- বই, লেসন, অডিও, মুভিসহ অনেক রিসোর্স পাওয়া যাবে অনলাইনে। বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে সাজানো হয়েছে বিভিন্ন ওয়েবসাইট। ইংলিশ শিখার জন্য প্রয়োজনীয় সব বাংলা বই ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ইংলিশ স্পোকেন ভোকাবুলারী খুব সহজে শিখার জন্য গুরুত্বপূর্ণ কিছু বাংলা বই বা ই-বুক tanbircox.blogspot/2014/04/ english-tanbircox.html স্পোকেন ইংলিশ শেখার জন্য খুব সহজ ও কার্যকরী নতুন কিছু বাংলা ই-বুক/ পিডিএফ(pdf) বই [ কম্পিউটার ভার্সন +মোবাইল ভার্সন +অডিও বা mp3 tanbircox.blogspot/2014/04/ English-ebooks-tanbircox.html ইংরেজি ভাষা (Spoken English) শেখার জন্য সবচেয়ে সহজ ও ১০০% কার্যকরী বাংলা ই-বুক (পিডিএফ বই tanbircox.blogspot/2012/12/ Spoken-English.html IBA, GRE , MBA , BCS ও Bank Exam এর জন্য গুরুত্বপূর্ণ সব ইংলিশ শব্দের (বাংলা অর্থ ও উদাহরণ সহ) ই-বুক … tanbircox.blogspot/2013/01/ english-word_30.html ইংরেজী শব্দের উচ্চারণ ও বানান এর এক্সক্লুসিভ সব নিয়ম ও উদাহরণ ... ডাউনলোড করে দেখুন , আপনার মেগাবাইট বৃথা যাবে না tanbircox.blogspot/2013/01/ Pronunciation-Spelling-Rules.html ইংরেজি রচনা (Essay),দরখাস্ত(Application)ও চিঠি(letter)নিজে বানায় লেখার টেকনিক এর বাংলা ই- বুক [সংগ্রহে রাখুন কোন না কোন সময় কাজে লাগতে পারে] tanbircox.blogspot/2013/03/Essay- Application-Letter.html যাবতীয় কালেকশন একসাথে পেতে tanbircox.blogspot/2013/07/My- DVD-Collection-4-U.html ইংরেজি ব্যাকরণ ▬▬▬▬▬▬▬▬ ব্যাকরণ শেখার সহজ উপায়সহ বিভিন্ন নির্দেশনা রয়েছে ইংরেজি শেখার সাইটগুলোতে। সহজে ইংরেজি ব্যাকরণ শেখা যাবে এমন কিছু ওয়েবসাইটের ঠিকানা- bbc.co.uk/worldservice/learningenglish ego4u englishpage learnenglish.de englishgrammar101 nonstopenglish englishgrammarsecrets learnenglish.org.uk elearnenglishlanguage আইইএলটিএসের প্রস্তুতি অনলাইনে: ---------------------------------- অনলাইনে আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি এবং ভালো স্কোর পেতে সহায়ক হবে এমন সব তথ্য দিয়ে সাজানো হয়েছে বেশ কিছু ওয়েবসাইট। রাইটিং, রিডিং, স্পিকিংয়ের ওপর বিশদ ধারণা, লেসন, অডিও টিউটোরিয়ালসহ প্রয়োজনীয় সব কিছুই যুক্ত করা হয়েছে সাইটগুলোতে। আইইএলটিএস প্রস্ততিতে সহায়ক হবে এমন কিছু ওয়েবসাইটের ঠিকানা- britishcouncil.org/professionals-exams- ielts-intro.htm ielts-exam.net ielts.studyau candidates.cambridgeesol.org/cs cross-link/ielts-tutor.html uefap.co.uk ভোকাবুলারি বাড়াতে ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ভোকাবুলারি ভালো হলে ইংরেজির ব্যবহার অনেক সহজ হয়ে যায়। ভোকাবুলারি শিখতে ভিজিট করুন এসব ওয়েবসাইটে- myvocabulary learnenglish.de/vocabpage vocabulary.co.il vocabulary শুদ্ধ ইংরেজিতে কথোপকথন ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ঘরে বসেই যাঁরা ইংরেজিতে কথা বলার চর্চা করতে চান তাঁদের জন্য ইন্টারনেট সংযোগই যথেষ্ট। টিউটোরিয়াল সাইটগুলোতে শুদ্ধ কথোপকথন শেখার কৌশল ও দিকনির্দেশনার পাশাপাশি শুনে শেখার জন্য রয়েছে অসংখ্য অডিও ফাইল। এমনই একটি ওয়েবসাইট হচ্ছে- audioenglis h.net । সাইটটিতে আড়াই হাজারের বেশি অডিও ফাইল রয়েছে। ইংরেজিতে দক্ষতা যাচাই করারও অপশন আছে সাইটটিতে। আরো কিছু ওয়েবসাইটের ঠিকানা- audioenglish.net focusenglish englishcommunications teachingenglish.org.uk yourenglishonline বাংলা ভাষায় ইংরেজি শিক্ষা ▬▬▬▬▬▬▬▬ ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) বাংলাভাষীদের ইংরেজি শেখার সহায়ক একটি ওয়েবসাইট তৈরি করেছে। ‘বিবিসি জানালা’ নামের ওয়েবসাইটটিতে ইংরেজিতে কথা বলার কলাকৌশল, শব্দভাণ্ডার, উচ্চারণরীতিসহ ইংরেজি শেখার প্রয়োজনীয় সব কিছুই আছে। চাকরি কিংবা ব্যবসায়িক ক্ষেত্রে ইংরেজিতে সরাসরি এবং ফোনে কথা বলা শেখার লেসন যুক্ত করা হয়েছে বিবিসি জানালায়। অডিও শুনেও শেখা যাবে। বিবিসি জানালার ওয়েব ঠিকানা- bbcjanala । সঠিকভাবে লিখতে শিখুন ▬▬▬▬▬▬▬▬ লেখায় বিরাম চিহ্নের ব্যবহারসহ রচনা, বিজনেস লেটার, প্রেজেন্টেশন ও বায়োডাটা লেখার সঠিক নিয়ম-কানুন জানা যাবে এই ওয়েবলিংক থেকে_ bbcjanala বর্তমান যুগে চিঠি লেখার ভাষায় বাংলার পরিবর্তে জায়গা করে নিয়েছে ইংরেজি। ব্যবসায়িক, অফিশিয়াল, একাডেমিক ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে চিঠি লেখার প্রয়োজন পড়ে। স্থান-কাল ও বিষয়ের ভিন্নতায় চিঠির ধরনও ভিন্ন হয়। চিঠি লেখার এসব ধরন শিখে নিতে বেগ পেতে হবে না যদি ভিজিট করেন এই ওয়েবসাইটে_ ego4u/en/cram-up/writing । তা ছাড়া সাইটটিতে আরো আছে চাকরির আবেদন, সাধারণ ই-মেইল, বিজনেস ই-মেইল, অভিযোগপত্র এবং সংবাদপত্রে ইংরেজিতে লেখার নিয়ম-কানুন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা। ছোটদের জন্য ইংরেজি ▬▬▬▬▬▬▬▬ শুধু যে বড়দের ইংরেজি শেখার সুযোগ রয়েছে তা কিন্তু নয়, ছোটদের ইংরেজি শেখা অনেক সহজ করে দিয়েছে অনলাইন। কিন্ডারগার্টেনসহ বিভিন্ন শ্রেণী বা গ্রেডের শিক্ষার্থীরা সহজেই ইংরেজি শিখতে পারবে এই ওয়েবসাইটগুলো থেকে- e-learningforkids.org bbc.co.uk/learning/subjects/childrens- learning.shtml britishcouncil.org/kids.htm english-4kids তথ্যসূত্রঃ ইন্টেরনেটের বিভিন্ন সাইট ।
Posted on: Sun, 26 Oct 2014 10:36:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015