ইংরেজী শব্দের মজার মজার - TopicsExpress



          

ইংরেজী শব্দের মজার মজার কিছু তথ্য!!! ১. Mozambiqueএমন একটি দেশের নাম যাতে সবগুলো Vowel আছে। ২. “A quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে। ৩. “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য। ৪. “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে। ৫. “Abstemious ও Facetious” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে। ৬. Q দিয়ে গঠিত সকল শব্দে Qএ পরে u আছে। ৭. Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই। ৮. Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে। ৯. Vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A =(একটি) এবং I =(আমি) * Floccinaucinihilipilification এর অর্থ তুচ্ছ জ্ঞান
Posted on: Tue, 03 Jun 2014 07:53:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015