ইচ্ছে-লাটাই: অনেক - TopicsExpress



          

ইচ্ছে-লাটাই: অনেক মানুষের কিছু সহজাত ক্ষমতা থাকে, যেমন গান, অভিনয় বা অন্য কিছু ৷ আমার হল Painting. কিন্তু আমি কিছুতেই অনেক বড় চিত্রশিল্পী হওয়ার সপ্ন দেখতাম না ৷ কারন আমি চাইতাম না আমার মৃত্যুর পর আমার ছবি নিলামে উঠুক ৷ এর চেয়ে ভাল জীবদ্দশায় সৃজনশীলতার সাথে ব্যবসা মিশে আছে এমন কিছু করতে ৷ ঠিক করলাম Fashion Design & Technology পড়ব Fashion Institue of Technology, New york এ . Menswear & Accesory design এর উপর কারন Womenswear এ অনেক Anti-Islamic ব্যপার থাকে ...কিন্তু Visa এখনও পাইলাম না ৷ বাংলাদেশে পড়ার তেমন কোনো institution নাই Butex ছাড়া...তাছাড়া আমাদের পড়াশোনা নাকি আন্তর্জাতিক মানের না ৷ আমাদের পোশাক বিদেশীরা Design করে ৷ Fashion একটি Glamours বিষয় এটা পড়তে বর্তমানে তথ্য প্রযুক্তির জ্ঞান থাকা জরুরি তাই রাগে , দু:খে , এবং খুশি মনে বাংলাদেশর জাতীয় বিষয় নামে খ্যত CSE পড়ছি ! মোরাল : পাপ ছাড়ে না বাপকে , CSE ছাড়ে না কাউকে ৷ সতর্কতা: CSE হইতে সাবধান ! ১৫০ হাত দূরে থাকুন ৷ আমার মনজগৎ : বাপের টাকা থাকলে CSE পড়া জায়েয এই কথাটা সত্য হলেও আমি সইতে পারি না ! না ! না ! না ! সপ্ন(Dream): আমার মডেলরা New York , Milan, Paris, London, Moscow, Berlin, Jakarta, Dubai তে ক্যাটওয়াক করতেছে... :p আর আমি Dubai তে আমার ১০০০ মিলিয়ন ডলার দামের বাড়ির লিভিং রুম এ এক আরব সুন্দরীর কোলে মাথা রেখে TV তে সেই Fashion Show দেখছি...!
Posted on: Sat, 15 Nov 2014 12:06:18 +0000

Trending Topics



Recently Viewed Topics



10

© 2015