ইদানীং facebook এর কল্যানে - TopicsExpress



          

ইদানীং facebook এর কল্যানে দেখতে পাওয়া যায় , আলহামদুল্লিলাহ FCPS (Surgery/Medicine/Obs&Gyne/others) Part-1 পাস করেছি। FCPS এর admission test পাস করলেই Part-1 status complete হয়। জারা পাস করছে তা অবশ্যই অভিনন্দন পাবার যোগ্য। এইরকম আজ হতে ১৫ বছর আগে আমি Cardilogy তে সুযোগ পাই উচ্চতর পড়া শোনা করার জন্য। কিন্তু আমি দেশের চিকিৎসা ব্যাবস্থার সার্বিক দুরাবস্থা এবং এক্ই সাথে রাজনইতিক সঙ্ঘাতে জড়িয়ে পড়াতে নিজের মেধা যাচাই করি আমেরিকা তে এবং ২০০০ সালে আমেরিকা আসার সুজগ পাই। এবং আল্লাহর রহমতে নিউ ইয়র্ক এ আমি মেডিকেল রিসার্চ লাইন এ খুব ভাল জব করছি। কারন, বাংলাদেশে entire post-graduation complete করা -- its like a marathon run and it will take away your most golden part of your life...! Not only this, after this, you have no confirmation to get a honorable with good salary job...! DMC & Solimullah even Chittagong, Mymenshingh, Sylhet Medical college এর ছেলে পেলেরা আমেরিকা তে আসছে উচ্চতর পড়াশোনা করার জন্য কিন্তু সে তুলনায় Rajshahi Medical College এর ছেলেপেলেরা আসছে নাহ এখানে। আমার রাজনইতিক পরিচয় না হয় বাদ দিলাম, আমার মেডিকেল মানে রাজশাহী মেডিকেল কলেজ এর কোন ছেলে মেয়েরা আমেরিকা তে উচ্চতর পরাশনা করার জন্য আসতে চায় (সাথে কিছুটা আর্থিক সবাচ্ছল্য থাকতে হবে) তাদেরকে দরকার হলে আমার পক্ষ হতে সহজগিতা করব। আমি চাই , আমার মত আমার রাজশাহী মেডিকেল কলেজ এর ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে ভাল চাকুরী করুক -- আর job in American Medical Science is the best in this present world --- its like a moon like opportunity whatever it is clinical side or research side...! So, my fellow junior brothers & sisters take the opportunity to take admission for higher study in USA. Only 15/16 medical colleges out of 75 medical colleges of BD name has present into ECFMG board of USA --- and good news is, Rajshahi Medical College is one of them.
Posted on: Sun, 06 Jul 2014 14:48:18 +0000

Recently Viewed Topics




© 2015