ইদানিংকালের হরতালে - TopicsExpress



          

ইদানিংকালের হরতালে সারাদেশে ছাত্রদল ও বিএনপির সক্রিয় অবস্থানে সরকারের আত্মা শুকায়া গেছে ! (গোপালীপুলিশ দিয়ে কেবল এখনো ঢাকাতেই তারা এখনো টিকে আছে কিছুটা !) ঘটনা হলো আম্বাদের মাথা এতটাই নষ্ট হয়া গেছে যে কি করতে কি করবে বুঝে উঠতে পারছেনা ! ভাঁড়তের নগ্ন হস্তক্ষেপে আমেরিকার বাধাস্বত্তেও সংলাপ নাটকে আম্বারা একটু ফ্রন্টফুটেই ছিল ! ইইউ পর্যন্ত বিএনপিকে বলেছে নির্বাচন বয়কট না করতে ! অথচ হঠাত্‍ করে বিএনপির শীর্ষনেতাদের অকারণ গ্রেপ্তার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী জাতীয় ও আন্তর্জাতিকভাবে আম্বাদের পুনরায় ব্যাকফুটে নিয়ে গেছে ! আসলেই সরকার গেছে পাগল হয়া ! ডুবন্ত মানুষ যেমন খড়কুটো ধরে বাঁচতে চায় তেমনি হাঁচিনা ইনুকে জাপটে আছে তবুও শেষরক্ষা হবেনা আম্বাদের ! কারন ছাত্রদল আজ পুরনো সৌকর্যে রাজপথে ! অট : এই হরতালগুলোতে আমি সবচেয়ে খুশি এই কারণে যে আমারসহ অনেকের আশংকা কেটে গেছে ! ফেসবুকে রাজপথের বীর ইসলামী ছাত্রশিবির ছাড়াও বিএনপি এই সংকটকালীন সময় পার করতে পারবে এই বিশ্বাস আজ প্রতিটা বিএনপি সমর্থকের মনে পুনরায় গ্রো করছে ! সাবাশ ছাত্রদল ! //Dhrubo Mohakal
Posted on: Sun, 10 Nov 2013 14:02:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015