ইনজুরির কারনে মাঠের - TopicsExpress



          

ইনজুরির কারনে মাঠের বাইরে নেইমার। এটাই হত পত্রিকার শিরোনাম হবে। কিন্তু সত্য হচ্ছে নেইমারকে মেরে টুনার্মেন্ট থেকে বের করে দিয়েছে কলম্বিয়া। কিছু কিছু দল আছে যারা ফুটবল আর রেসলিং-এ কোন তফাত খুজে পায় না। ধিক ঐ সমস্ত দলগুলিকে। যারা মাঠে নেমে ফুটবল নয় রেসলিং খেলে। এবার আসুন দেখি নেই বিশ্বকাপ লড়াইয়ে টিকে থাকা দলগুলির মধ্য ফুটবলের পাশাপাশি মারামারিতে কে কেমন ওস্তাদঃ দল ---------------------ফাউল----------হলুদ কার্ড---------------লাল কার্ড ১) ব্রাজিল------------৯৬-----------------১০-----------------------০০ ২) কোষ্টারিকা-------৮১------------------০৭------------------------০০ ৩) নেদারল্যান্ড-------৭৬-----------------০৫-----------------------০০ ৪) বেলজিয়াম --------৭২-----------------০৫----------------------০১ ৫) জার্মানী-------------৫৭-----------------০৪----------------------০০ ৬) আর্জেন্টিনা ---------৪৩----------------০৪----------------------০০ আমি কিচ্ছু বলছি না। পরিসংখ্যান বল বলছে মারামারিতেও সাম্বার দেশ বাম্পার :P তবে আজ মেসির খবর আছে তালিকার চারে কিন্তু বেলজিয়াম । বি দ্রঃ নেইমার বিদায়ে বিশ্বকাপের আকর্ষন কিছুটা হলেও চলে গেছে। আশা করছি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন নেইমার। এখানের যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়েছেঃ fifa/worldcup/statistics থেকে।
Posted on: Sat, 05 Jul 2014 12:11:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015