ইনবক্স থেকে আবরার সানি - TopicsExpress



          

ইনবক্স থেকে আবরার সানি ভাইয়ের অনুরোধে পোস্টটি করা হলো- ডাক্তাররা প্রেসক্রিপশনে RX লিখে থাকেন!কিন্তু এই RX মানে কি? অনেকে নাকি বলে থাকে Rx মানে refer to christ,x means christ, কিন্তু এসব ভুল ধারনা। ল্যাটিন ভাষায় recipe যার অর্থ Take থেকে এ শব্দ এসেছে।Origin of symbol অনুযায়ী Rx এর তত্ত্ব হল প্রাচীন হোরাস দেবতার চোখ Eye of Horus যাকে বলা হয়। অথবা জুপিটার দেবতার প্রতীক। আসলে এটার অর্থ এই যে -শুধু ঔষুধ নয়, সৃষ্টিকর্তার কৃপার উপরে একজন প্রানীকে ছেড়ে দেওয়া। কালক্রমে এটি প্রেসক্রিপশনে চলে আসে। তবে এটি প্রেসক্রিপশনে আসার পেছনে দেবতার করুনাইয় রোগ সারার একটা ব্যাপার থেকেই যায়। অনেক জ্যোর্তিবিদরা RX কে বৃহষ্পতি গ্রহের প্রতীক হিসেবে কুষ্ঠি, ঔষধের ব্যবস্থা পত্রে এবং অন্যান্য ক্ষেত্রে বিপদের হাত থেকে দেবতার সাহায্য পাওয়ার আশায় এটি ব্যবহার শুরু করেন। খ্রিষ্টান ধর্মীরাও এটাকে নিজেদের ধর্মে গ্রহণ করে। ব্যবলনীয় চিকিৎসকরা দেবতা মারদুকের সন্তুষ্টির জন্য ব্যবস্থাপত্রে একটি প্রতীক চিহ্ন ব্যবহার করতেন। তবে হ্যাঁ আমরা মুসলিমরা কখনোই এসবে বিশ্বাসী না।এবং এসব প্রয়োগও করা উচিত না।কেনোনা কোনো ওষুদ বা প্রেসক্রিপশনের ক্ষমতা নেই একমাত্র আল্লাহ তায়ালার কৃপা ব্যতিত রোগ সারাবার। এডমিন-#আত্মা
Posted on: Mon, 20 Oct 2014 12:31:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015