★★ইন্টারনেট এর দাম নিয়ে - TopicsExpress



          

★★ইন্টারনেট এর দাম নিয়ে অসন্তোষ এবং গভীর নিন্দা প্রকাশ করছি★★ এত আন্দোলন করলাম সবাই মিলে আমাদের প্রাণের দাবি ছিল একটাই যে 50 টাকায় 1 GB আর স্পিড কমপক্ষে 256kbps।সংবাদিক সম্মেলন হল।৯ বছর ধরে ঘুমন্ত BTRC কে আমাদের আন্দোলন এর মাধ্যমে জাগিয়ে তুললাম যে এইভাবে ইন্টারনেট দ্বারা অপারেটররা আমাদের শোষণ করছে এবার দাম কমাইতেই হইব।আমাদের আন্দোলনে BTRC এর টনক নড়ে উঠল তারা আমাদের আশ্বাস দিল দাম কমাবে। আমারাও যেন সস্তির নিশ্বাস ফেললাম। অবশেষে তারা দাম কমালো, ,,,,,,, নিম্নে তা দেওয়া হল ১৭০ টাকা ১ জিবি ৩জিবি - ৪৫৯ আনলিমিটেড ৬৫০ টাকা ঘোষণা করেছে। এই দামের জন্যই কি আমারা আন্দোলন করেছিলাম,,,,?? আমরা ১৭০ টাকায় ১ জিবি চাই না আমরা চাই ৫০ টাকায় ১ জিবি এই দাবি না মানলে আমরাও দেখিয়ে দিব আমরা বাংলা মায়ের সন্তান। আমরা সব করতে পারি।আমার তো এখন সন্দেহ হচ্ছে BTRC কি অপারেটর গুলির সাথে মিলে গেছে,,,,??আর যদি নাই মিলে তাহলে এই কি দাম কমালো,,,,,??? তা এখনো আমার বোধগম্য হচ্ছে না। তাই আমি সবাইকে বলছি সময় এখনই,,,,সবাই সবাইকে জানিয়ে আন্দোলন নেমে পড়ি।আমার আর অত্যাচার মানব না।এবার একটা কিছু করেই ছাড়ব। শেয়ার এর মাধ্যমে এই কথাটি পৌছিয়ে দিন সবার কাছে।চলুন আবার সবাই একত্রিত হয়। এডমিন :Rasel
Posted on: Sun, 23 Jun 2013 17:58:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015