ইন্ডিয়ার যারা আমাদেরকে - TopicsExpress



          

ইন্ডিয়ার যারা আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করে। তাদের জন্য ভারতঃ প্রথম টেস্ট খেলেঃ ১৯৩২ সালে প্রথম টেস্ট জিতেঃ ১৯৫২ সালে ওয়ার্ল্ড কাপ জিতসেঃ ১৯৮৩ সালে। তার মানে তারা খেলা শুরু করার ৫১ বছর পর ওয়ার্ল্ড কাপ জিতসে। তারা ১৯৮০ সালের আগে স্ট্রং টিম হতে পারে নাই। তখনো তারা মোটামুটি মানের একটা ওয়ানডে টিম। বাংলাদেশ প্রথম টেস্ট খেলে ২০০০ সালে। ৫ বছরের মধ্যেই সাফল্য পায়। প্রথম ওয়ানডে খেলে ১৯৮৬ সালে। ২০০৫ এর থেকেই আমরা একটু বিরতি দিয়ে দিয়ে সাফল্য পাওয়া শুরু করি। আর এখন এর কথা আর কি বলব, ওইটা সবাই জানে। মাই ডিয়ার প্রতিবেশী ভারত, তোমরা আমাদের নিয়ে ব্যঙ্গ করো, কারন তোমরা তোমাদের ইতিহাস জানো না। Courtesy : Mehedee Zaman Sonnet #Kishor
Posted on: Sat, 30 Nov 2013 06:29:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015