ইন্ডিয়া হামলা কর,বাংলাকে - TopicsExpress



          

ইন্ডিয়া হামলা কর,বাংলাকে রক্ষা কর- বাংলাদেশে বা পাকিস্তানে যত মুসলমানের বাস তার চেয়ে বেশী মুসলমানের বাস ভারতে। অথচ সমগ্র বাংলাদেশ বা পাকিস্তানের কথা দূরে থাক, শুধু মাত্র ঢাকা বা করাচী বা লাহোরের মত একটি শহরে যে সংখ্যক মুসলিম ডাক্তার, ইঞ্জিনীয়ার, শিক্ষাবিদ, হিসাববিদ, আইনবিদ বা চাকুরিজীবী আছেন সমগ্র ভারতের প্রায় ৪০ কোটি মুসলমানর মাঝে তার অর্ধেকও নেই। শিক্ষাদীক্ষা ও চাকুরিতে তাদের বেড়ে উঠাকে কতটা কঠোর ভাবে নিয়ন্ত্রন করা হয় এ হল তার নমুনা। জনসংখ্যায় শতকরা 35% হলে কি হবে চাকুরিতে তাদের সংখ্যা শতকরা ৩ ভাগেরও নয়। ভারতীয় মুসলমানদের এ বঞ্চনার কিছু পরিচয় লন্ডনে বসেও বোঝা যায়। আমি বিলেতে হাসপাতালে প্রচুর ভারতীয় ডাক্তার দেখিছি। তাদের অধিকাংশই হিন্দু। লন্ডনের হাসপাতালগুলোতে বহু বাংলাদেশী ও পাকিস্তানী ডাক্তারও কাজও করে। কিন্তু হিন্দুস্থান থেকে আগত মুসলমান ডাক্তার খুব একটা নজরে পড়ে না। লিবিয়ার জনসংখ্যা মাত্র ৬০ লাখ। কিন্তু লন্ডনের হাসপাতালে যত লিবিয়ান ডাক্তার দেখিছি তত ভারতীয় মুসলমান ডাক্তার দেখিনি। ভারতীয় মুসলমানগণ আজ নানা ভাবে নীরবে পিষ্ট হচ্ছে। রাজনীতির ময়দানে মাঝে মধ্যে এসব পিষ্ট মানুষের কিছু ক্রন্দন শোনা যায়, প্রতিবাদও উঠে। কিন্তু তাতে সে দুঃখের বোঝা নামে না। মুসলমানেরা ব্যবসা-বাণিজ্য করে সামনে এগুবে তাদের সামনে সে পথও নেই। আলীগড়, মুরাদাবাদ, আহমেদাবাদ, এলাহাবাদ বা মোম্বাইয়ের মত কিছু কিছু শহরের মুসলমানেরা ব্যবসা-বাণিজ্য করে সামনে এগুলেও হঠাৎ দাঙ্গা বাধিয়ে তাদের সারা জীবনের সম্বলকে মুহুর্তের মধ্যে ধ্বংস করে দেয়া হয় বা লুট করে নেয়া হয়। হিন্দুদের উপদ্রবে মুসলমানরা আজ কোনঠাসা হয়ে গিয়েছে অবস্থা এমন হয়ে দাড়িয়েছে হয় হিন্দুরা থাকবে নয়তো আমরা থাকব এই দেশে, বাংলাদেশের মুসলমানদের ভারতীয় মুসলমানদের মত শিকল পড়াতে দিবেন না হিন্দু মুশরিকদের কারণ অদূর ভবিষ্যতে হিন্দুরা ক্ষমতায় আসলে দাঙ্গা বাধিয়ে নিধন করবে আমরা মুসলিমদের, আমাদের জানমাল, ইজ্জতে হামলা চালাবে ডান্ডি পটাশ তথা মালাউনরা তাই আপনারা হিন্দুদের চাকরি থেকে বিতাড়িত করুন, তাদের দোকান থেকে সদাই করবেন নাহ, যেসকল টিভি হিন্দু কর্মকর্তা দিয়ে পরিচালিত তা বয়কট করুন যেমন ATN,independent Tv etc etc ভাই দুস্ত বুজুর্গ সময় থাকতে জাগো ! নিজের চামড়া কে গন্ডারের চামড়া বানিয়ে আর কত অত্যাচার সহ্য করবে হিন্দুদের???
Posted on: Tue, 22 Oct 2013 08:05:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015