ইবাদাতের ব্যাপারে - TopicsExpress



          

ইবাদাতের ব্যাপারে শরীয়াতের মূলনীতি হল, উদ্দেশ্য তাৎপর্য (ইল্লাত) ও মুসলিহাতের দিকে দৃষ্টি না দিয়ে নাস (কুরআন- সুন্নাহ) অনুসরণ করতে হবে; অর্থাৎ যেভাবে করতে বলা হয়েছে সেভাবে ইবাদাত করতে হবে। এর উপকারিতা কারো বোধগম্য হোক বা না হোক। কুরবানী নিয়ে অনেক so called বুদ্ধিজীবি ও প্রগতিশীলদের বলতে শুনা যায় যে, এরচেয়ে productive /charitable কিছু করা উপকারী! আল্লাহর নিয়ম পরিবর্তনের অধিকার কারো নেই। এই ধরনের স্পর্ধা দেখানো ও আল্লাহ তাওবা ব্যতীত মাফ করেন না। সুতরাং কোন দেশে যদি কুরবানীর গোশত খাওয়ার মত ফকির-মিসকিন না পাওয়া যায় তবুও কুরবানী করতে হবে। এবং প্রয়োজনে সরকারী ব্যবস্থাপনায় গোশত অন্যান্য দরিদ্র দেশে পাঠাতে হবে। আবদুল্লাহ ইবনে উমর (রা) একবার খুব সুন্দর একটি উট কিনে উটের পিঠে সওয়ার হয়ে হাজ্জে রওয়ানা হলেন। উটটিকে তাঁর খুবই ব্যবহার উপযোগী মনে হল এবং উটের চলন তাঁর অনেক পছন্দ হল। অমনি তিনি নেমে পড়লেন এবং উটের পিঠ থেকে সব জিনিসপত্র নামিয়ে নিলেন। আর উটটিকে কুরবানীর অন্যান্য পশুর সাথে মিলিয়ে পাঠিয়ে দিলেন কুরবানী করার জন্য। ইবনে উমর (রা) এমনটি করেছিলেন, কারণ উটটি তাঁর প্রিয় বস্তুতে পরিণত হয়েছিল। আর আল্লাহ বলেছেন, তোমরা কল্যাণ অর্জন করতে পারো না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুগুলো (আল্লাহর পথে) ব্যয় করো। সূরা আলে ইমরানঃ ৯২। কিন্তু লক্ষ্যণীয় বিষয় হল, ইবনে উমর (রা) productivity/ charity কে priority না দিয়ে শায়রুল্লাহকে priority দিলেন। ---------------অনবরত বৃক্ষের গান
Posted on: Thu, 09 Oct 2014 09:00:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015