ইভোন রেডলি একজন ব্রিটিশ - TopicsExpress



          

ইভোন রেডলি একজন ব্রিটিশ মহিলা সাংবাদিক। আফগানিস্তানে মার্কিন হামলার মাত্র ক’দিন আগে তিনি ছদ্মবেশে আফগানিস্তানে প্রবেশ করেন। এর পর পরই তিনি তালেবানদের হাতে বন্দি হন।তালেবান যোদ্ধাদের হাতে বন্দী থাকা অবস্থায় তাদের সুন্দর ব্যাবহার ও নিষ্ঠা তার মাঝে গভীর প্রভাব সৃষ্টি করে। পরবর্তীতে সেখান থেকে মুক্তি পেয়ে হয়ে তিনি ইসলাম বিষয়ে বিস্তর পড়াশোনা করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন।এই বিষয়ে বিস্তারিত জানতে এই লিখাটি পড়ে আসতে পারেন- bit.ly/1wGUJLn যেসব মুসলিম মহিলার জীবনী তাকে ইসলাম গ্রহনে অনুপ্রেরণা দিয়েছিল তাদের মধ্যে জয়নাব আল গাজালী অন্যতম।জয়নাব আল গাজালীর থেকে অনুপ্রেরণা নিয়েই তিনি বর্তমানে বিভিন্ন জনকল্যাণ ও সমাজকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন।জয়নাব আল গাজালীর ব্যাপারে শুনুন তার নিজের মুখ থেকেই...
Posted on: Sat, 19 Jul 2014 05:13:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015