ইরাক-সিরিয়ার মুজাহিদদের - TopicsExpress



          

ইরাক-সিরিয়ার মুজাহিদদের উপর ক্রুসেডারদের হামলার প্রেক্ষাপটে আল-কায়েদার আরব উপদ্বীপ শাখা “আল-কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনস্যুলা” বা AQAP এর বার্তার অনুবাদ (বার্তার তারিখ- ১৭ অক্টোবর ২০১৪) ................................................. “ক্রুসেডার জোটের ব্যাপারে বক্তব্য” সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বলেছেন, “বস্তুতঃ তারা তো সর্বদাই তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে, যাতে করে তোমাদিগকে দ্বীন থেকে ফিরিয়ে দিতে(মুরতাদ বানিয়ে ফেলতে) পারে যদি সম্ভব হয়।....... ”(সূরাহ বাক্বারাহ-২১৭) আর সালাত ও সালাম বর্ষিত হোক সত্যবাদী এবং সত্যবাদী হিসেবে গৃহীত কিয়ামতের নিকটবর্তী সময়ে তরবারী সহকারে প্রেরিত রাসূল সাঃ এর উপর । আল্লাহ তা’য়ালা তাঁর উপর, তাঁর পরিবার,তাঁর সাহাবীগণ এবং তাঁদের একনিষ্ঠ অনুসরণকারীগণের উপর রহমত বর্ষণ করুন। আম্মা বা’দ(অতঃপর)...... ইসলামের বিরুদ্ধে ক্রুসেড যুদ্ধের আওতায় বিশ্ব-কুফফার জোট সিরিয়া ও ইরাকের মুজাহিদদের বিরুদ্ধে বিশেষ করে ইসলামিক স্টেইট(IS) এর আমাদের ভাইদের বিরুদ্ধে বর্বর হামলা চালাচ্ছে । এসবের মধ্যে রয়েছে বাছ-বিচারহীন নির্বিচার বিমান হামলা এবং হত্যাকান্ড। আর যখন(ইসলামের) দুশমনরা দেখলো , আল্লাহর ইচ্ছায় বিমান হামলার মাধ্যমে তাদের কোন কাজ হচ্ছেনা, তখন তারা স্থলহামলা চালানোর ব্যাপারে কথা বলছে । তারা চায় আল্লাহর নূরকে(দ্বীনকে)ফুঁৎকার দিয়ে নিভিয়ে দিতে। এই প্রেক্ষাপটে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে আমাদের ভাইদেরকে বিশ্ব-ক্রুসেড হামলার বিরুদ্ধে সাহায্যের ঘোষণা দিচ্ছি। আর আমরাও এই হামলার বিরুদ্ধে তাদের শত্রুতায় অংশীদার। ঠিক যেমনিভাবে আমরা দৃঢ়তার সাথে ঘোষণা দিচ্ছি, তাদেরকে(IS/ISIS কে) খারিজী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে অংশীদার হওয়ার হারামের ব্যাপারে। অথচ তারা তা (খারিজী)নয়। আমরা সব মুজাহিদদের আহবান জানাচ্ছি তাদের মতানৈক্য ভুলে গিয়ে নিজেদের মধ্যে লড়াই বন্ধ করার জন্য এবং এই ক্রুসেড হামলার প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা করার জন্য, যা তাদের সকলকে লক্ষ্য করে চালানো হয়েছে। নিশ্চয়ই এই আক্রমণ ইসলামের বিরুদ্ধে,আল্লাহর শরী’আহ বাস্তবায়নের বিরুদ্ধে একটি ক্রুসেড যুদ্ধ।এই হামলার উদ্দেশ্য হচ্ছে মুসলিমদেরকে তাদের দুশমনদের গোলাম বানানো,যাতে নিজেদের ব্যাপারে মুসলিমদের কোনো কর্তৃত্ব না থাকে । আর এই উদ্দেশ্যে এই হামলার সাথে খ্রিস্টান,পারস্যের মুশরিক(শিয়া) এবং বিশ্বাসঘাতক মুরতাদ শাসকেরা ষড়যন্ত্রমূলক ঐক্যবদ্ধ হয়েছে। নিশ্চয়ই মুসলিমকে সাহায্য করা তার ভাইয়ের উপর ওয়াজিব। যেমনঃ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “এক মুসলিম অপর মুসলিমের ভাই। সে তার ভাইকে জুলুম করবে না এবং তাকে অপমানও করবে না”(সহীহ মুসলিম) আর এ কারণে আমরা সব মুসলিমদের প্রতি আহবান জানাই, ক্রুসেডারদের বিরুদ্ধে তাদের ভাইদেরকে সামর্থ্য অনুযায়ী জান,মাল ও কথা দ্বারা সাহায্য করতে সর্বাত্মক চেষ্টা চালানোর জন্য। যেমনিভাবে আমরা অ্যামেরিকায় আক্রমণ চালাতে সক্ষম এমন প্রত্যেক ব্যক্তিকে গুরুত্বের সাথে আহবান জানাই যাতে সে তাদের মধ্যে(অ্যামেরিকায়)সামরিক,অর্থনৈতিক ও মিডিয়ার মাধ্যমে আক্রমণ চালানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে। কেননা তারাই(অ্যামেরিকা)হচ্ছে এই হামলার নেতা এবং এই হামলার মূল । আর চূড়ান্ত পরিণতি(সফলতা) মুত্তাকীদের জন্য। হে আল্লাহ ! আপনি আপনার বান্দা ও রাসূল মুহাম্মাদ ইবনে ‘আবদুল্লাহ সাঃ,তাঁর পরিবার এবং তাঁর সঙ্গীদের উপর অসংখ্য রহমত ও প্রশান্তি বর্ষণ করুন। ক্বা’য়িদাতুল জিহাদ ফী জাযীরাতিল ‘আরব (আল-কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনস্যুলা) ২৩ জিলহজ্ব,১৪৩৫ হিজরী ১৭ অক্টোবর,২০১৪ খ্রিস্টাব্দ ............................................ বার্তাটি AQAP এর অফিসিয়াল মিডিয়ার (আল-মালাহিম) টুইটার থেকে নেয়া। লিংক..... https://twitter/ABMOGA/status/523029207392067584 ইংরেজিতে এই বার্তাটির অনুবাদ পড়ুন এই লিংকে..... aymennjawad.org/2014/10/al-qaida-in-the-arabian-peninsula-statement
Posted on: Sun, 19 Oct 2014 16:19:40 +0000

Trending Topics



ass="stbody" style="min-height:30px;">
The editorial in the Caymanian Compass of Thursday 27 March 2014

Recently Viewed Topics




© 2015