ইসরায়েলি পন্য বয়কটিং - TopicsExpress



          

ইসরায়েলি পন্য বয়কটিং নিয়ে পোষ্ট দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে গেছে। একটু বোঝার চেষ্টা করুন। প্রথম কথা হল ইসরাইল এখনও আমাদের স্বীকৃতি পায় নি। সো এদের সাথে আমাদের কোনও কুটনৈতিক, বানিজ্যিক আর রাজনৈতিক সম্পর্ক নেই। তাহলে এরা কিভাবে আমাদের দেশে ব্যাবসা করে, এদের পন্য আমাদের দেশে কিভাবে ঢুকে? ? ? বুঝা গেল ? ? এবার আসি প্রোডাক্ট সম্পর্কে। যেমন, পেপসিকো কোম্পানি। এরা পেপসি, মিরিন্ডা, সেভেন আপ, ডিউ এর মত কোল্ড ড্রিংস বাজারজাত করে। আবার লেইস এর মত জনপ্রিয় চিপস ও এখন শুনি এইগুলা ইসরায়েল এর পন্য। একর্ডিং টু উইকিপিডিয়া, PepsiCo Inc. is an American multinational food and beverage corporation headquartered in Purchase, New York, United States, with interests in the manufacturing, marketing and distribution of grain-based snack foods, beverages, and other products.... এটা আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানি। আমাদের দেশে যেমন এদের শাখা আছে, তেমনি ইসরাইলেও আছে। ঠিক একই ভাবে, কোকাকোলাও কিন্তু জর্জিয়ার কোম্পানি... ইউনিলিভার সম্পর্কেও একই কথা শুনলাম। আবারও উইকিপিডিয়া থেকে, Unilever is an Anglo–Dutch multinational consumer goods company co-headquartered in London, England. Unilever owns over 400 brands, but focuses on 14 brands with sales of over 1 billion euros - Axe/Lynx, Dove, Omo, Becel/Flora, Heartbrand ice creams, Hellmanns, Knorr, Lipton, Lux, Magnum, Rama, Rexona, Sunsilk and Surf. ইউনিলিভার কিংবা পেপসিকো মাল্টিন্যাশনাল কোম্পানী। পৃথিবীর প্রায় সব দেশে এদের ব্যবসা আছে। ইসরাইল ও ব্যতিক্রম নয়। এখন প্রশ্ন হচ্ছে আমরা তাহলে কি করতে পারি। চলুন এইগুলো বাদ দেই। এই গুলা বাদ দিয়ে ইন্টারন্যাশনালি যেন প্রতিবাদ টা সবার চোখে পড়ে সেটা করা উচিত। যেমন গাজা সম্পর্কিত সব পোষ্ট ইংরেজিতে দেয়া, যথোপযুক্ত হ্যাশট্যাগ লাইক #SavePalestine অথবা #Stop_Killing_At_Gaja ব্যাবহার করা। এগুলো করলে আপনার প্রতিবাদটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে সহজেই। আর অবশ্যই মন থেকে দোয়া করুন। সব শেষে এটাই বলতে চাই, বিভ্রান্তি ছড়াবেন না। এতে আপনার-আমার কারও লাভ হবে না। আল্লাহ বুদ্ধি দিয়েছেন, জ্ঞ্যান দিয়েছেন। এটা কাজে লাগিয়ে ভাবুন। হাতের কাছে ইন্টারনেট আছে, চাইলেই সব তথ্য পাবেন। কি দরকার বিভ্রান্তি ছড়িয়ে...
Posted on: Sat, 12 Jul 2014 13:02:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015