ইসলামী আন্দোলনের সাথে এই - TopicsExpress



          

ইসলামী আন্দোলনের সাথে এই স্বাধীনতা বিরোধী ৭১এর পরাজিত শক্তির দলটার তুলনা করাটাও চরম বোকামি ছাড়া কিছুই না । ইসলামী আন্দোলন অনেক বাঁধা ডিঙ্গিয়ে সম্পূর্ণ একক ভাবে আজ তার এই অবস্থান। আর জামাআত অনেক দলের উপর ভর করে করে আজ এই অবস্থানে। তাই তাদের সাথে ইসলামী আন্দোলনের তুলনা চলে না। কাকে নিষিদ্ধ করলো আর কাকে নিষিদ্ধ করলো না তা দেখার ইসলামী আন্দোলনের এখন সময় নাই। ইসলামী আন্দোলন চলছে কুরআন সুন্নাহকে সামনে রেখে নিজস্ব স্বকীয়তা আপন মহিমায়।
Posted on: Fri, 02 Aug 2013 01:23:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015