ইসলামী শিক্ষা দিবসের - TopicsExpress



          

ইসলামী শিক্ষা দিবসের ভাবনাঃ- খুব বেশি দূর ভাবছিনা । তবে অল্পতে একটা কথা বলতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যাতে প্রাথমিক(৫ম শ্রেণী) পাশ করা একটা ছেলে/মেয়ে বাংলা- ইংরেজি লেখার পাশাপাশি #আরবিটাও লিখতে এবং #সহিশুদ্ধ ভাবে পড়তে পারে । কারণ অধিকাংশ শিক্ষার্থীর ৫ম শ্রেণী পাশ করার আগেই নামাজ ফরজ হয়ে যায় । জানি অনেকেই দায়িত্বটা পারিবারের উপরে চাপিয়ে দিয়ে নিষ্কৃতি পেতে চাইবেন । কিন্তু বাস্তবতা হল সেটা সম্ভব না । চাওয়াটা খুব বেশি বাড়াবাড়ি নয় । এটা আমাদের ঈমান আকিদার সাথে নাগরিকদের পরিচয় করিয়ে দেয়ার প্রাথমিক পদক্ষেপ হতে পারে । বাংলা- ইংরেজি নাকি ভিন্ন কোন আজগুবি মাধ্যমে পড়ালেখা চলবে সে নিয়ে বিত করবনা । তবে যে মাধ্যমেই চলুক বাধ্যতামূলক ভাবে প্রতিটি বিদ্যালয়ে আরবিতে দক্ষ একজন শিক্ষক রাখা বাধ্যতামূলক করা হোক এবং শিক্ষা দান । অভিন্ন সিলেবাসে এই শিক্ষা বাধ্যতামূলক করা হোক । জানি আজ যদি তথাকথিত নাগরিক সমাজ থেকে দাবী ওঠে স্কুলে স্কুলে চারুকারু কিংবা সংগীত শিক্ষার জন্য শিক্ষক দেয়া বাধ্যতামূলক করতে হবে, তাতে সরকারের অর্থ সংস্থান নিয়ে দুশ্চিন্তা হবেনা ; থাকবেনা প্রতিবন্ধকতা । কিন্তু এই ভাবনা কেউ সামনে আনলে তাকে আখ্যায়িত করা হবে শিক্ষাকে প্রাচীন যুগে নিয়ে যাওয়া হচ্ছে............... কিন্তু জাতির আত্মগঠনের স্বার্থে এমন একটা সংযোজন যে আবশ্যক এবং করতেই হবে সেটা আমাদের কেবল বুঝলেই হবে এ দাবীতে সোচ্চার হওয়া জরুরী । শিক্ষা দিবস সফল হোক, সার্থক হোক । শহীদ আব্দুল মালেকের আত্মত্যাগ আল্লাহ্ কবুল ও মঞ্জুর করে নিন, আমীন । আব্দুল মালেক তোমার জন্য
Posted on: Thu, 15 Aug 2013 13:22:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015