ঈদ মানেই সবসময় আনন্দ না ! - TopicsExpress



          

ঈদ মানেই সবসময় আনন্দ না ! অনেকের জন্যে এটা চাপা কষ্টের দিন, যাদের কথা আমরা ভাবিনা ! সকালে দেখি আমাদের নিচের Furniture এর Showroom এর Security Guard একলা চুপচাপ বসে আছে ! গায়ে পাঞ্জাবি ! ঈদ এর দিনও ছুটি নাই ! এই সিঁড়ি ঘরে বসেই তার ঈদ চলে যাবে ! রাস্তায় টহল দিচ্ছে পুলিশ এর গাড়ি, অনেক অনেক দূরে সীমান্তে ঠায় দাড়িয়ে আছে সীমান্তরক্ষীরা ! ওরাও কোন না কোন মা-বাবার ছেলে, ওদেরও মায়ের আঁচল ধরে মাংস রান্না দেখতে ইচ্ছে হয় ! কখনও কোন টহল পুলিশ এর চোখে পানি চিকচিক করতে দেখসেন ? আমি দেখসি ! আমরা ওদের Duty কে সম্মান করিনা, ঘুষখোর বলে গালি দেই ! আমাদের কোন না কোন বন্ধু, ভাই বা বোন, প্রবাসে আছে ! ওরা ঘুম ভেঙ্গেই Facebook আর Skype মেলে বসে আছে ! আমাদের দেশের আনন্দের এক একটা সেকেন্ড দেখার আশায় ! দেখে আর চোখ মুছে ! আম্মুটা অনেক দূরে ওদের ! ছোট ছোট বাচ্চারা ছোটা ছুটি করছে বস্তা নিয়ে, এক মুঠো ভর্তি লাল টকটকে মাংস পাবে তাই ! অনেককে দেখি গালি দিয়ে ধাক্কা দিয়ে তাড়ায় দিচ্ছে ওদের ! আমি আমার ৪-৫ বছরের ভাইগ্না আর ভাগ্নি কে চরম আদরে পুডিং খেতে দেই ! আমার বুকে চাপ চাপ ব্যাথা করে এটা ভাবলেই যে রাস্তার ওই বাচ্চা গুলোও তো ওদেরই সমান ! ওদের কে যদি কেউ কখনও এভাবে ধাক্কা মারতো ? কেমন লাগতো আমার ? রাস্তায় উঁকি দিয়ে দেখেন ! অনেক রিকশা চোখে পরবে ! অবাক ব্যাপার কি জানেন ? অই রিকশাওয়ালা গুলোও কিন্তু মানব সন্তান ! ওরাও কিন্তু ঈদ এর মানে বুঝে ! আজকে অনেক Restaurant খোলা ! পরম আনন্দ উল্লাসে মেতে উঠবো আপনি - আমি সন্ধ্যা হলেই ! Barcode এ যাবো , KFC বা Pizza Hut এও যেতে পারি ! গাদা গাদা খাবো ! অতি অবশ্যই Selfie তুলতে ভুলবোনা ! আর যদি খাবার আসতে দেরি হয় Waiter এর মা বাপ তুলে গালি দিতেও ভুলবোনা ! শুধু ভুলে যাবো এই Waiter গুলোও মানুষ ! আজকে ওদেরও ঈদ ছিল ! আমার তোলা ঝলমলে Selfie টার পেছনেই Blur হয়ে যায় ওদের ফ্যাকাসে ম্লান মুখটা ! আমি তো নিজেকেই Focus করতে ব্যাস্ত ! Sorry ! সবার ঈদ ভালো কাটুক ! আমার মত ফালতু চিন্তায় ঈদ নষ্ট করবেননা ! আসেন, Selfie তুলি !
Posted on: Mon, 06 Oct 2014 08:09:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015