ঈদের ছুটিতে ইমন বাড়ি - TopicsExpress



          

ঈদের ছুটিতে ইমন বাড়ি গেল। মা বাবা সবাই শহরেই থাকেন । ইমনের মা বা ভাইয়েরা কখনই বাড়িতে যায় ।। ও আর ওর বাবাই যায়। কিন্তু এবারের ঈদে ইমনের ছুটো ভাই রুমনও গেল । ইমন বাড়িতে যায় শুধু পুষ্পকে দেখার জন্য। পুষ্প ইমনে চাচাতো বোন । ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে । ঈদের দিনটা ভালোই কাটলো । পুষ্প হটাৎ ইমনে কাছে রুমনে নাম্বার চাইলো । ইমন নাম্বার দিলো আর বলল প্রয়োজন ছাড়া যেন কল বা মেসেজ না দেয় । কিন্তু পুষ্প তার কথা না শুনে রুমনকে মেসেজ দিল পুষ্প - hi kmn aso রুমন - ha balo . K apne . পুষ্প-tumar bahbi.. রুমন - o tai .. ইমন পুষ্পকে বারন করেছিল মেসেজ না দেয়ার জন্য , সে বারন মানে নি । রুমন আর সবার মতো না , সে প্রেম ভালবাসা পছন্দ করে না । ওই দিন রুমন ওই নাম্বারে ফোন করে এবং জানতে পারে ওইটা পুষ্পছিল । ইমন আর পুষ্পের সম্পর্কের কথা রুমন জানতো । তাও সে কাউকে বলে নি ।। কিন্তু আজ আর সে লুকালো না সে মাকে সব বলে দিল মা তখনই ইমনকে ফোন করলেন বাসায় আসার জন্য মা - পুষ্প রুমনকে মেসেজ দিলো কেনো । ওর সাথে তর কি এত ভাব ইমন - মেসেজ কি দিতে পারে না মা- না পারেনা । আর তকেও বলে রাখলাম তুমার আর বাড়ি যাওয়া হবে না , এখন থেকে ঈদ বাসায় করবে যাইহোক পরদিন পুষ্প ফোন করলো , ইমন তাকে সব কিছু বলল ,,পুষ্প বলল এখন আমরা কি করবো ইমন-চল পালিয়ে যাই পুষ্প - না আমি পারবো না ইমন - কেনো পারবে না পুষ্প - আমি আমার মা বাবা কে কষ্ট দিতে পারবো না । তাই অনেক কষ্টে ইমন প্ষ্পকে বলে দেয় । আজ থেকে আমরা শুধুই বন্ধু পুষ্প তাতে রাজি হয়ে যায় । পুষ্পের কথা শুনে ইমন। অনেক কষ্ট পায় । এবাবেই তিন বছরের relation দিনেই শেষ হয়ে যায়।
Posted on: Fri, 10 Oct 2014 10:06:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015