ঈদের শবযাত্রা জাফর - TopicsExpress



          

ঈদের শবযাত্রা জাফর পাঠান অর্ণব বন্যাও আজ ভেসে যায়, মার খুশির বন্যায় ঘরের ছেলে ঘরে আসবে ঈদ পূর্ণিমায়, প্রতি চন্দ্রবছর দেখে নেয় নিজকে-সন্তান আয়নায় কাল চান্নি-আসবে আজ লক্ষী সোনায়, পথপাণে তাই চেয়ে থাকে মায় সকাল-দুপুর-সন্ধায় সময় যত গড়ায়-শংকা অজানা চিন্তায়, ভুতুড়ে পেঁচার ডাকে-কে যেন ভীতির শিঙ্গা বাজায় থেকে থেকে অপেক্ষায়-মা ঘুমিয়ে যায়। যখন ভাঙ্গে ঘুম মার, ভাঙ্গে ঘুম বাঁধ ভাঙ্গা চিন্তার হলো সকাল-এলোনা সন্তান আমার, আজ পেরুলে কাল যে ঈদ, ধরিত্রীর খুশি অপার বসে মা সহে তাই-অপেক্ষার প্রহার, ভিঁজিয়েছে মা চিতই পিঠা, পছন্দ লক্ষী সোনার আসে গোধূলী-খুশিতে ভাটি চেতনার অবোধ মন পথ ধরে হাটে দুশ্চিন্তার-দূর অজানার ঘুমিয়ে পড়ে ক্লান্ত মা-হাত ধরে ভাবনার। উঠোন ভরা কোলাহলে মার ভাঙ্গে ঘুম-ঈদ সকাল দুর্বোধ্য সুরে ডাকে-ঘরের বিড়াল, মা খুলে গিয়ে দ্বার-বুঝিবা সন্তান এসেছে আমার মুখ ঢেকে কে শুয়ে, জুরে খাটিয়ার, দেখাও জলদি খুলে তোমরা, সয়না ত্বর আমার ওরে-স্থির চোখে মুখ দেখছিস কার? তুইতো বলিসনি, এভাবে মুখ দেখবি তোর মার! কেনো তুই, বাকরুদ্ধ-স্তব্ধ-নিঃসাড়। দ্বাড়াও লক্ষীটি আমার-দম্ বন্ধ হয়ে হচ্ছি অসার শত চেষ্টায়ও যে, দিতে পারছিনা আর্তচিৎকার হচ্ছি যে অসাড়, সাথি হবো তোমার-শবযাত্রার, যাবে একসাথে দুটি খাটিয়ার, তোমার-আমার। লিংক - satkahan/literature-2/3582-2014-10-04-09-28-15
Posted on: Thu, 09 Oct 2014 05:57:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015