.....উই আর দ্যা রিয়েল - TopicsExpress



          

.....উই আর দ্যা রিয়েল পাবলিক। বাধ ভেঙে দাও!!!!!!!! . ... কোন software ছাড়াই Android ফোনে whatsapp,viber ও অন্যান্য apps আগের মতই চালান ৷ নিয়ম : 1. Setting এ যান। 2.more setting এ যান। 3. vpn এ ক্লিক করেন। 4. Add vpn এ যান 5. Name এ যে কোন একটা নাম দিন, যেমন: Neuton 6. Type থাকবে PPTP 7. Server add এর ঘরে লিখুন ip-us.vpnoneclick 8. এবার save এ ক্লিক করুন ৷ তারপর back করুন মানে পিছনে আসুন ৷ 9. এইবার যে নাম টা লিখেছিলেন ঐ নামের উপর ক্লিক করে user name এ লিখুন 3P2F4M0X5N ( m এর পর ঐটা কিন্তু শূন্য মানে অংকে 0) 10. Password দিন 5A2G6F7K (কিন্তু, save account information এ ক্লিক করবেন না। তাহলে, কোন কানেকশন আসবে না।) এবার সেভ করে আগের মতই চালাতে থাকুন ৷ #hasanhk
Posted on: Tue, 20 Jan 2015 08:14:09 +0000

Trending Topics



div>

Recently Viewed Topics




© 2015