উইলিয়াম ব্লেক তার শেষ - TopicsExpress



          

উইলিয়াম ব্লেক তার শেষ সম্বলটুকু খরচ করে হাজার মাইল দূরের এক শহরে যাচ্ছে, এক মেটালওয়ার্কস কোম্পানিতে একাউন্টেন্ট হিসেবে জয়েন করতে। সে শহর এতটাই শুষ্ক, এতটাই নিষ্ঠুর, এতটাই দূরে - যে ব্লেকের সেখানে পৌঁছোবার আগেই তারা পদটি পূর্ণ করে ফেলেছে। নিঃস্ব ব্লেক, ছাদশুণ্য পৃথিবীতে যার যাবার আর জায়গা নেই, অবশেষে ঠাই পায় এক ফ্লাওয়ারগার্লের ঘরে। . কিন্তু দুদন্ড শান্তিও বোধহয় অভাগা ব্লেকের কপালে সইবে না - সে রাতেই অত্যন্ত অনাকাঙ্ক্ষিতভাবে মেয়েটির ঘরে মেয়েটির বয়ফ্রেন্ডের সাথেই গোলাগুলির এক পর্যায়ে দুদুটো মৃতদেহের ভার ঘাড়ে নিয়ে পালাতে হয় আহত ব্লেককে। Nobody নামের এক ইন্ডিয়ান ব্লেককে খুঁজে পায়, তার ক্ষত সারিয়ে তোলে। তার ধারনা হয়ে যায় যে এই ব্লেক আসলে বিখ্যাত ব্যাক্তিত্ব উইলিয়াম ব্লেক, যার কবিতা ও দর্শনের সে একান্ত ভক্ত। . কিন্তু ততদিনে ব্লেক আমূল বদলে গেছে। সেই লম্বা ট্রেন জার্নি থেকে শুরু করে এ কদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো তার বাঁচার শক্তিটুকু কেড়ে নিলেও কেড়ে নিতে পারেনি তার টিকে থাকার ইচ্ছা। রুক্ষ্ম ওয়েস্টার্ন প্রকৃতির মাঝেই একের পর এক মরদেহ ডিঙ্গিয়ে বেঁচে থাকার লড়াইয়ে নামে ব্লেক... . . . মুভির প্রথম পাঁচ মিনিটের স্লো ট্রেন জার্নি সিকোয়েন্সই আপনাকে মোটামুটি একটা ধারণা দেবে - যে পরবর্তীতে আপনি কি পেতে যাচ্ছেন। এখানে গানম্যানদের ফাস্ট ড্রইং আপনি দেখবেন না, ভিলেনের কপালের মাঝখানে ছোট্ট গোল ফুটোটাও দেখবেন না, লিড অভিনেতা-অভিনেত্রীর হাতে হাত রেখে কাটানো উষ্ণতাও দেখবেন না - দেখবেন হিতাহিত জ্ঞান হারিয়ে বেশ কয়েকটা গুলি মিস করার পর একটা গুলি কিভাবে ইম্পসিবলি অড প্লেসগুলোতে নিজের মার্ক খুঁজে পায়, ওয়েস্টার্ন পৃথিবীর রুক্ষতা আর নীল ইয়াংএর জাদুকরী মিউজিক কিভাবে একই লয়ে মিশ খেয়ে যায়, সভ্যতার ছোঁয়ায় বেড়ে ওঠা এক তরুন কিভাবে রাতারাতি স্বপ্ন বিসর্জন দিয়ে বাঁচা শিখে যায়... the film itself is a poem, and if u just have the patience to take it all in :) then i daresay - u got urself a masterpiece :) . . . Dead Man (1995) IMDB rating: 7.7
Posted on: Mon, 19 Jan 2015 17:52:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015