উকিল চাচা-ম্যাট্রিক - TopicsExpress



          

উকিল চাচা-ম্যাট্রিক পাশ [0:1:Muhammed Zafar Iqbal] স্যার,আপনাকে বলছি। আমি আপনার একজন ছাত্র। দেশে যে কয়েকজন প্রথম শ্রেনীর বুদ্ধিজীবী রয়েছে,তাদের মধ্যে আপনি অন্যতম। আপনার জ্ঞান,বুদ্ধিমত্ তা এবং বিচক্ষনতা প্রশংসার দাবী রাখে। আপনার লেখা বইগুলো যারা মন্ত্র মুগ্ধের মত গিলে,আমি তাদের একজন। আমি আপনার একজন নিয়মিত কলাম পাঠকও বটে। আপনি আপনার কলামে দেশের শিক্ষা ব্যবস্থা, কোমলমতি শিশু-কিশোরদের মেধা বিকাশের কলা-কৌশল,মানবতা ,দেশপ্রেম ইত্যাদি অতি নিখুতরূপে ফুটিয়ে তুলেন। কিছুদিন আগে আপনি যুদ্ধাপরাধ ইস্যুতে কিন্তু শিরোনামে একটি জ্ঞানগর্ভ মূলক কলাম লিখেছেন। যদিও ওই কলামের সাতে আমার দ্বিমত ছিল,তথাপি আপনার দেশপ্রেমের চেতনায় আঘাত না করাটাই শ্রেয় মনে করেছিলাম। জনাব,আপনার কি সিলেটের সেই নুরজাহান বেগমের কথা মনে আছে? যার দাড়িওয়ালা স্বামী (আপনাদের সুশীলীয় ভাষায় মৌলবাদী) তাকে বাইরে চলাফেরা করার সময় হিজাব পরিধান করতে বললে নুরজাহান স্বামীর গালে একদলা থুথু মেরেছিল। তুমুল জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন তো ওই ঘটনাকে কেন্দ্র করে লিখে ফেলেছিলেন কালজয়ী এক উপন্যাস! দেখিয়েছিলেন,দাড়িওয়ালারা কত খারাপ! আর নুরজাহান পেয়েছিলেন বীরঙ্গনা খেতাব। লিখেছিলেন- এরকম নুরজাহানরা যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয় । নুরজাহানরা বাংলার ঘরে ঘরে জন্ম নেয় কিনা জানিনা,তবে ঐশীদের মত বীরঙ্গনারা জন্ম নেয় সেটা জানি যাদের হাতে খুন হয় জন্মদাতা পিতা আর জন্মধাত্রী মা। স্যার, আপনার মনে আছে প্রয়াত চিত্র পরিচালক তারেক মাসুদের কথা যিনি তার রানওয়ে ছবিতে দেখিয়েছিলেন একজন দাড়িওয়ালা হুজুর কি করে একটি ছেলেকে জঙ্গী বানায়। নিঃসন্দেহে ওই ছবিটি আপনার প্রিয় ছবিগুলোর একটি। স্যার,আপনি অবশ্যই অবগত হয়েছেন তরুন ডাক্তার শামারুখ মাহজাবীন হত্যার ব্যাপারে। তিনি মৃত্যুর কয়েক মিনিট আগে তার বাবাকে ফোন করে বলেন- বাবা,এখান থেকে আমাকে নিয়ে যাও।নয়ত তারা আমাকে মেরে ফেলবে। এর কিছুক্ষণ পরেই মাহজাবীনের মৃত্যু হয়। ধারনা করা হয় তাকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়।এর আগে তিনি তার শ্বশুর- শ্বাশুড়ি-স্বামীর মানসিক এবং শারীরিক নির্যাতনের কথা তার বাবা-মাকে অবগত করেছিলেন,কিন্তু তার বাবা-মা কোন পদক্ষেপ নেওয়ার সাহস করেনি কারন মাহজাবীনের শ্বশুর একজন সাবেক সাংসদ সদস্য। তিনি মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা বুকে ধারন করে রাজনীতি করেন। স্যার,আমার খুব জানতে মন চাইছে ইমদাদুল হক মিলন কি মাহজাবীনের এই ঘটনাকে কেন্দ্র করে আরেকটি কালজয়ী উপন্যাস লিখবেন? আনিসুল হক কি এই ঘটনা নিয়ে তৈরী করবেন কোন ট্রাজেডী নাটক? হেলাল হাফিজ কিংবা রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ ঘরানার কোন কবি কি মাহজাবীনের খুনীদের নিয়ে লিখবেন কোন জ্বালাময়ী কবিতা?কিংবা তারেক মাসুদ ঘরানার কোন চিত্র পরিচালক কি বানাবেন মাহজাবীনকে নিয়ে কোন মুভী? যেখানে দেখাবে এরকম সাংসদ সদস্যের মুখে মানুষ ঘৃনাভরে থুথু ছিটাচ্ছে? অথবা,আপনি বাবা,আমাকে নিয়ে যাও। নয়ত ওরা আমাকে মেরে ফেলবে শিরোনামে লিখবেন কোন কলাম? জানি এর কিছুই আপনারা করবেন না! কারন,এই ঘটনাটা কোন দাড়িওয়ালার হাতে ঘটেনি। তারচেয়ে বড়কথা,এই ঘটনা যারা ঘটিয়েছে তারা বিশেষ একটি চেতনাকে বুকে ধারন করে রাজনীতি করেন,যে চেতনা বুখে ধারন করে মানবতা লঙ্গন করলেও তা আপনারা ম্যাগনিফাইং গ্লাস দিয়েও খুঁজে পান না। আপনারা অধিকার হরন বলতে বুঝেন,দাড়িওয়ালা স্বামীর স্ত্রীকে হিজাব পরতে জোর করাকে,কিংবা স্কুল ছাত্রকে ডেকে এনে ধর্মকর্ম শেখানোকে। আপনাদের অনুবীক্ষণ যন্ত্র এখানেই খুঁজে পায় যত বিপন্ন মানবতাকে।তারপর আপনারা গল্প,কবিতা,উপন্ যাস,নাটক,ছবি আর কলামের মাধ্যমে এসব দাড়িওয়ালাদের হেনস্তা করেন। শামারুখ মাহজাবীনদের দিকে তাকানোর সময় আপনাদের কোথায় বলুন? শেইম অন অল অফ ইউ!
Posted on: Mon, 24 Nov 2014 15:20:46 +0000

Trending Topics



iv class="stbody" style="min-height:30px;">
Togean archipelago in central Celebes, Indonesia- This
Revelion 2013-2014.Puneti si voi: @G, @M, @C, @i,@A,@R, @B, @L.
DUAJA E KUNUTIT “All-llahumme inna nesteinuke, venestagfiruke,
#InternationalTravelGuides #LetsBuildTheWorld #TankGod
Clearance Deal Besa Lighting 3JB-420152-BR Bronze Tessa Tessa 3
Sedikit tentang GALAUi: 1. Anak muda, kalau tidak galau, tidak

Recently Viewed Topics




© 2015