উপবাসের দিন, আগের দিন ও - TopicsExpress



          

উপবাসের দিন, আগের দিন ও পরের দিন কি করতে হবে জেনে নিনঃ নিঃজলা উপবাস ভালো। তবে না পারলে ভগবানকে ভোগ দিয়ে(পঞ্চশস্য বর্জিত) প্রসাদ গ্রহন করা যেতে পারে। আসুন জেনে নেই-> আগামীকাল ২৮আগস্ট ২০১৩ শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন। সবাইকে জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি। এই বিশেষ দিনে আমরা অনেকেই নিজ গৃহে অথবা মন্দিরে গোপাল পুজা করি, শ্রীকৃষ্ণের কৃপা লাভের উদ্দেশে উপবাস রেখে থাকি। উপবাসের বেশ কিছু নিয়ম আমরা অনেকেই জানিনা।উপবাসের আগের দিন, উপবাসের পরের দিন ওঁ উপবাসের দিন বেশ কিছু নিয়ম পালিন করতে হয়। উপবাসের পূর্বদিনের করনীয়ঃ *গৃহের রান্নাঘর পরিষ্কার করে চুলা ধুতে হবে * নিরামিষ ভোজন করতে হবে *একবেলা অন্নগ্রহন করতে হবে, এতে অসমর্থ হলে নিরামিষ ভোজন যথেষ্ট *সহবাস নিষিদ্ধ উপবাসের দিনঃ *সকালে উঠে স্নান করে পরিষ্কার ও ধোয়া কাপড় পরতে হবে *তেল মাখা, দিবা নিদ্রা, সহবাস, পাশা খেলা/জুয়া খেলা, নেশা করা, বিলাসি বেশ ভূষা সম্পূর্ণ বর্জনীয় *সম্পুর্ন উপবাস না করতে পারলে দুধ, জল, ফল-মুল, মধু, ওষুধ খাওয়া যেতে পারে *হরিনাম সংকীতন উপবাসের পরের দিন/পারন দিন দিনে ২বার অন্ন গ্রহন, আমিষ গ্রহন, সহবাস, দিবা নিদ্রা, দুর পথে যাত্রা, পরের অন্ন ভজন(অর্থাৎ যারা পুজা করেনি, তাদের অন্ন গ্রহন/নেমন্তন্ন ভোজন) শাস্ত্র বিরুদ্ধ ভগবানের কৃপায় আমরা যাতে সকলে সুন্দর ভাবে জন্মাষ্টমী পালন করতে পারি, এই কামনা করি। শ্রীকৃষ্ণের আশির্বাদ আমাদের সকলের উপর বর্ষীত হোক। জয় শ্রী কৃষ্ণ............... লিখেছেন Sulakshana Susmita
Posted on: Tue, 27 Aug 2013 14:31:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015