এই ছোট ডিটেইল টা এক্টা - TopicsExpress



          

এই ছোট ডিটেইল টা এক্টা সাধারন মানুষের চোখে পরবে না, কিন্তু একজন স্পটার ঠিক ই ধইরা ফেলবে। স্পটার হিসাবে প্রাউড ফিল করার মত আরো একটা কাহিনি। যখন ইউক্রেন এর আকাশে আক্রান্ত হওয়া MH17 এর যাত্রি দের লাশ বিমানে করে কুয়ালালাম্পুর এ ফেরত নিয়ে যাওয়া হয় তখন মালয়শিয়া এয়ারলাইন্স তাদের দুটি 747 কার্গো বিমান ব্যাবহার করে। এর আগে বিমান দুটির গায়ে লেখা ছিল MASCargo অর্থাৎ মালয়সিয়ান কার্গো। কিন্তু লাশ গুলো আনতে যাবার আগে মালয়শিয়ান এয়ারলাইন্স লেখাগুলো পাল্টে লিখে দ্যায় মালয়শিয়ান এয়ারলাইন্স। কারণ তারা দেখাতে চায়নাই তারা কার্গো বহন করছে। মানুষের লাশ কার্গো না। মানুষ মরে গেলেও মানুষ। দিস ইজ হোয়াই উই স্পট। নোটিসিং দিস আউট অফ নাথিং ইজ হোয়াট মেকস আস প্লেন স্পটারস।
Posted on: Tue, 26 Aug 2014 02:00:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015