এই ছবি টার সাথে কমেন্ট - TopicsExpress



          

এই ছবি টার সাথে কমেন্ট গুলো মেলাতে পারছি না,তবে কতটা নিচু মনের মানুষ আমরা তা বুঝতে কষ্ট হচ্ছে না। এর থেকেও খারাপ কমেন্ট আছে ঐগুলো নাই বা দিলাম বুঝে নিন এবার। শাহরিয়ার আজম জুকার হালায় একটা বলদ! এক ব্যাটার পিছনে সিরিজ কাগজ দিয়া ২টা ডলা দেয়া দরকার Like · Reply · Report · Yesterday at 01:35 (নিজের পিছনে একটা ডলা দিয়া দেখ) >_< শাহেদুল ইসলাম ফরহান মাইরাইলচে জুকাররে সবাই ফইন্নি বানাইয়া লাইছে ...এই জুকার তুই এত পইন্নি ক্যারে Like · 7 · Reply · Report · Wednesday at 02:30 (নিজে তো তাই সবাইকে তার মত মনে করে) >_< জান্নাত ফাইজা আপনি তো একদম দাদির চেহারা পাইছেন। Like · 3 · Report · Wednesday at 01:16 (বিশিষ্ট চেহারাবিদ) >_< পাগলা মানব বাংগালী যেখানেই গেছো নিজের জাত ডুবাইছো! Like · 6 · Report · Wednesday at 23:46 (পাগলা বুঝতে পারছে) (y) মারুফ আহমেদ মার্ক আপনি কি রবি ঠাকুরের সেই কথা শুনেছেন? রেখেছ বাঙালি করে মানুষ করনি দুঃখিত মার্ক আমরা আপনাকে প্রাপ্ত সম্মান দিতে পারবো না কারণ আমরা সে রকম জাতি নই। Like · Reply · Edit · 2 minutes ago (নিজের কমেন্ট জানিনা কেমন হয়েছে) :-(
Posted on: Fri, 14 Nov 2014 02:32:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015